www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার এক টাই তুমি

আমার এক টাই তুমি
জামাল উদ্দিন জীবন

আমার এক টাই তুমি ধরাতে
দিবো না কভু হারাতে
দুই নয়নের আলো
শুধু বাসবো ভালো।

মনের মাঝে আঁকা ছবি
দিবা নিশি শুধু তাকে ভাবি
করো না কভু আমায় পর
ভিটা মাটি বসত বাড়ি ঘর।

কান পেতে শুনি মধুর বাণী
এক জন তার পরাণে জানি
হৃদয়ের মাঝে প্রিয়া করে বসবাস
প্রেমে পাগল বন্ধু বারো মাস।

হাতে হাত রেখে পথ চলা সারাজীবন
এক টাই তুমি আপনার প্রিয়জন
দু,নয়ন মাঝে স্বপ্ন দেখে যাই
তুমি ছড়া জগতে কেহ নাই।

সাজাই স্বপ্নের বাসর ঘর
রাখবো ধরে অন্তরের ভেতর
বিশ্বাসের ঘরে আস্হার প্রতীক
নিঃশ্বাসের গৃহের প্রাণ ভোমরা।

হৃদয়ে করে সর্বদা বিচরণ
আমি করে নেই চির আপন
মনের মনিকোঠায় করে নেয় আসন
আমার সারা দিনমান সন্ধ্যায়।

গোধুলি পড়ন্ত বেলার রক্তিম আভা
এখন যত্নে আমি সর্বাঙ্গ সাজাই
হিয়ার মাঝে একটাই রঙে রঙ্গীন
সমস্ত পৃথিবী আমার স্বপ্নের জগত।

সর্বদা পাগলের মত খুঁজে ফিরি
রয়েছে আমার মনের মন্দিরে
আজ মনে জেগেছে প্রেম পিপাসা
জানি না মিটবে কি আশা।

স্পর্শ চাই রোজ শুপ্রভাতে
সারাটাদিন কেটে যাবে সাথে
হতাশার মাঝে শান্তনার স্বর্গালয়
কষ্টের নোনা জলে সুখের পরশ চাই।

না পাওয়ার মাঝে পাওয়ার মহানন্দ
হৃদয়ের কান্নায় নীরব হাহাকারে
মোর বুকের মাঝে শেষ ক্ষণিকালয়
গ্রীষ্মের খরায় ঝমঝম বর্ষার বৃষ্টি।

চাতকের মত উড়ে বেড়াই আকাশে
আজ প্রেমো সুধা পান করতে চাই?
শরতের মেঘমুক্ত দিনে পাশে আছ
হেমন্তের নতুন ধানের মৌ মৌ গন্ধটা।

গায়ে মেখে তার সান্নিধ্য অন্তর মাঝে রাখে
পৌষের কনকনে শীতে উষ্ণ পরশ পেতে
বসন্তের প্রেমের গীত বন্ধুর সনে গেয়ে যাই
বেঁধেছি তোমায় হিয়ার মাঝে পরাণে রেখে।

পরাণ একটাই তুমি প্রিয়জন ধরনীতে
সকলে পেতে চায় থেকো আপনাতে
না পেলে জীবনের কি মূল্য মেলে তাই?
তুমি ছাড়া একা বসুধায় বাঁচিতে না চাই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৯/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ২৬/০৯/২০২১
    সহজ, সরল সুন্দর উপস্থাপন l
  • ভাল।
  • সুব্রত ভৌমিক ২৬/০৯/২০২১
    খুব সুন্দর বাসনা কবি
    এমনি থাকুন দিবা-রাত্রি।
  • sundor
 
Quantcast