পাগলের মত ভালোবাসতে ০২
পাগলের মত ভালোবাসতে ০২
জামাল উদ্দিন জীবন
প্রিয়তম তোমায় মনেপড়ে সময় অসময়
প্রতি মূহুর্তে মনের কোণে হৃদয়ের খাতায়
আমি যে তোমার মাঝে হারাই অজান্তে
তুমি কেমন আছো হয়তো বদলে গেছো?
আধুনিকতার ছন্দ তালে রুপ রসে গন্ধে
প্রতিচ্ছবি দেয়ালে মুছে গেছে ক্ষণ কালের
স্বপ্নে গড়া সেই প্রেমের স্বপ্নের বাসর ঘর
অপলক দৃষ্টির অতল গহীনে খুঁজে পাই সেই।
প্রতিচ্ছবির লাবন্য উচ্ছাস প্রাণচঞ্চলতা উদ্যম
কোথায় কখন যেন হারিয়েছে জীবনের গতি
আবেগ অনুভূতি ছন্দ বিবর্ণ পথ চলা আমার
সাজানো পৃথিবীতে অনেক কথা ব্যথা মনের।
মাঝে গুমরে গুমরে কেঁদে ফিরলেও তাকিয়ে
তোমার ফিরে আসার প্রত্যাশায় বিভোর হয়ে
বিমুগ্ধতায় পথের পানে অপেক্ষারত অবাক মনে
দেখি আশ্রয়ের সীমানায় তুমিই সম্মুখে দাঁড়িয়ে।
জামাল উদ্দিন জীবন
প্রিয়তম তোমায় মনেপড়ে সময় অসময়
প্রতি মূহুর্তে মনের কোণে হৃদয়ের খাতায়
আমি যে তোমার মাঝে হারাই অজান্তে
তুমি কেমন আছো হয়তো বদলে গেছো?
আধুনিকতার ছন্দ তালে রুপ রসে গন্ধে
প্রতিচ্ছবি দেয়ালে মুছে গেছে ক্ষণ কালের
স্বপ্নে গড়া সেই প্রেমের স্বপ্নের বাসর ঘর
অপলক দৃষ্টির অতল গহীনে খুঁজে পাই সেই।
প্রতিচ্ছবির লাবন্য উচ্ছাস প্রাণচঞ্চলতা উদ্যম
কোথায় কখন যেন হারিয়েছে জীবনের গতি
আবেগ অনুভূতি ছন্দ বিবর্ণ পথ চলা আমার
সাজানো পৃথিবীতে অনেক কথা ব্যথা মনের।
মাঝে গুমরে গুমরে কেঁদে ফিরলেও তাকিয়ে
তোমার ফিরে আসার প্রত্যাশায় বিভোর হয়ে
বিমুগ্ধতায় পথের পানে অপেক্ষারত অবাক মনে
দেখি আশ্রয়ের সীমানায় তুমিই সম্মুখে দাঁড়িয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৫/০৯/২০২১চমৎকার সৃজন।
-
সাইয়িদ রফিকুল হক ২৫/০৯/২০২১ভালো।
-
কায়সার মোহাম্মদ ইসলাম ২৫/০৯/২০২১হারানোর আর্তনাদ বড়ই প্রাচীন, আপনার এই আকুতি কখনও বৃথা যাবার নয়। শুভেচ্ছা রইল কবি।