শ্রাবণের বৃষ্টি ধারায়
শ্রাবণের বৃষ্টি ধারায়
জামাল উদ্দিন জীবন
শ্রাবণের এই অঝোর বৃষ্টি ধারায়
মনটা আজ জানি কোথায় হারায়?
বাদলের বারি ধারায় চারি ধার
ঘরে ঘরে দেখি আজ রুদ্ধ দুয়ার।
প্রিয় জনের মাঝে আজ নিজেকেই খুঁজি
মনটা আজ মেলবে ডানা নতুনরুপে সাজি
কদম আর কৃষ্ণচুড়ার ফুলে সাজানো ঘর
তোমার জন্য রাখা হৃদয়ের ভালোবাসা তার।
ফসলের জমিনেতে থৈ থৈ ভরা পথ মাঠ ঘাট
জেলে ভাই মহানান্দে ধরে মাছ বাড়িয়ে দুহাত।
বৃষ্টির রুমঝুমের তালে নিজের সকল কর্ম ভুলে
তোমাকে দেখছি না একবারো সারাদিনে প্রিয়জন।
শ্রাবণের ঘোলা আকাশের দিকে তাকিয়ে দেখি
কত দুরে আজ থাকে প্রানের প্রিয় মোর পাখি?
সুখের ভেলা ভাসিয়ে দিব মুছে দিব দুঃখ কষ্ট,
হৃদয় মাঝে জমে থাকা যন্ত্রনা বৃষ্টি হয়ে ধুয়ে নিব।
মন মাঝিটা গাইছে গান মধুর সুরে তোমার নামে
তুমি কি তা শুনতে পাও তোমার মাঝে অন্তপুরে!
পাড়ের মাঝি দয়া করে পার করে দাওনা মোরে
আমার প্রিয় সখা বসে আছে মোর অপেক্ষা করে।
মৎস কন্যা পড়েছে আজ নব রঙের লাল শাড়ী
সরী নিয়ে মনটা আজ করছে ভীষন বাড়া বাড়ি।
আমার বৃষ্টিটা সারাটা রজনী নীরবে কাঁদায়!
চোখের জলে বৃষ্টিতে বুকটা একাকার হয়ে যায়!
জামাল উদ্দিন জীবন
শ্রাবণের এই অঝোর বৃষ্টি ধারায়
মনটা আজ জানি কোথায় হারায়?
বাদলের বারি ধারায় চারি ধার
ঘরে ঘরে দেখি আজ রুদ্ধ দুয়ার।
প্রিয় জনের মাঝে আজ নিজেকেই খুঁজি
মনটা আজ মেলবে ডানা নতুনরুপে সাজি
কদম আর কৃষ্ণচুড়ার ফুলে সাজানো ঘর
তোমার জন্য রাখা হৃদয়ের ভালোবাসা তার।
ফসলের জমিনেতে থৈ থৈ ভরা পথ মাঠ ঘাট
জেলে ভাই মহানান্দে ধরে মাছ বাড়িয়ে দুহাত।
বৃষ্টির রুমঝুমের তালে নিজের সকল কর্ম ভুলে
তোমাকে দেখছি না একবারো সারাদিনে প্রিয়জন।
শ্রাবণের ঘোলা আকাশের দিকে তাকিয়ে দেখি
কত দুরে আজ থাকে প্রানের প্রিয় মোর পাখি?
সুখের ভেলা ভাসিয়ে দিব মুছে দিব দুঃখ কষ্ট,
হৃদয় মাঝে জমে থাকা যন্ত্রনা বৃষ্টি হয়ে ধুয়ে নিব।
মন মাঝিটা গাইছে গান মধুর সুরে তোমার নামে
তুমি কি তা শুনতে পাও তোমার মাঝে অন্তপুরে!
পাড়ের মাঝি দয়া করে পার করে দাওনা মোরে
আমার প্রিয় সখা বসে আছে মোর অপেক্ষা করে।
মৎস কন্যা পড়েছে আজ নব রঙের লাল শাড়ী
সরী নিয়ে মনটা আজ করছে ভীষন বাড়া বাড়ি।
আমার বৃষ্টিটা সারাটা রজনী নীরবে কাঁদায়!
চোখের জলে বৃষ্টিতে বুকটা একাকার হয়ে যায়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত ভৌমিক ২৪/০৯/২০২১
-
মোহাম্মদ আফজাল হোসেন মাসুম ২৩/০৯/২০২১চমৎকার উপস্থাপন
-
মাহতাব বাঙ্গালী ২২/০৯/২০২১সুন্দর শ্রাবণী কবিতা
-
ফয়জুল মহী ২১/০৯/২০২১চমৎকার লেখা
শ্রাবনে আপনার অনুভূতি।
ধন্যবাদ।