তোমার প্রেমের ঋণ ০১
তোমার প্রেমের ঋণ ০১
জামাল উদ্দিন জীবন
আজও ফুল ফোটে বাগানে আকাশে চাঁদ উঠে
পাখিরা গায় গান নদীতে ঢেউ বয় নীরবে নিভৃত্তে
বৃক্ষরাজি বাতাসে দোলে ছন্দময় তালে তালে
অপূর্ব সে দৃশ্য নয়ন আকুল করে মন ভরে ।
হিয়ার মাঝে ভেসে উঠে তোমার সুন্দর মুখ,
আমার মনে প্রাণেতে জাগে কত না মধুর সুখ
স্নিগ্ধ ভোর রোদেলা দুপুর বেলায় এসে তুমি
বসতে আমার পাশে ক্লান্ত দেহে পাখা হাতে নিয়ে।
চৈত্রের দুপুরে ঝিলের বাড়িতে ডুবে যাও আহারে!
মনের আনন্দে ছুটে চলা সাথী হয়ে দুজনার দুজনে
ভ্রমরের গুঞ্জনে পাখিদের মিষ্টি ব্যাকুলতায় কলতানে
বিলে ডিঙ্গিতে শাপলা তুলে ঘরেফেরা নিজেকে হারিয়ে।
ছোটমাছ আর শাপলা শালুকে চড়ূইভাতি খেলা করা
মায়ের বকুনি বাবার রক্তচক্ষুর শাসনের ভয়ে
তোমায় কি করে ভুলিব আমি বল প্রাণ সখা?
দু,নয়নের স্মৃতিতে অম্লান সে দিনগুলি মনে পরে
বাগানে ফুটেছে দেখি নানা বর্ণের কতশত কলি
সকলি আছে শুধু নেই সেদিনের চেনা বন মালি
সবাই বেঁধেছে ঘর গড়েছে বাসর আজ কত দিন
বসে আছি পরিশোধ করতে তোমার প্রেমের ঋণ।
জামাল উদ্দিন জীবন
আজও ফুল ফোটে বাগানে আকাশে চাঁদ উঠে
পাখিরা গায় গান নদীতে ঢেউ বয় নীরবে নিভৃত্তে
বৃক্ষরাজি বাতাসে দোলে ছন্দময় তালে তালে
অপূর্ব সে দৃশ্য নয়ন আকুল করে মন ভরে ।
হিয়ার মাঝে ভেসে উঠে তোমার সুন্দর মুখ,
আমার মনে প্রাণেতে জাগে কত না মধুর সুখ
স্নিগ্ধ ভোর রোদেলা দুপুর বেলায় এসে তুমি
বসতে আমার পাশে ক্লান্ত দেহে পাখা হাতে নিয়ে।
চৈত্রের দুপুরে ঝিলের বাড়িতে ডুবে যাও আহারে!
মনের আনন্দে ছুটে চলা সাথী হয়ে দুজনার দুজনে
ভ্রমরের গুঞ্জনে পাখিদের মিষ্টি ব্যাকুলতায় কলতানে
বিলে ডিঙ্গিতে শাপলা তুলে ঘরেফেরা নিজেকে হারিয়ে।
ছোটমাছ আর শাপলা শালুকে চড়ূইভাতি খেলা করা
মায়ের বকুনি বাবার রক্তচক্ষুর শাসনের ভয়ে
তোমায় কি করে ভুলিব আমি বল প্রাণ সখা?
দু,নয়নের স্মৃতিতে অম্লান সে দিনগুলি মনে পরে
বাগানে ফুটেছে দেখি নানা বর্ণের কতশত কলি
সকলি আছে শুধু নেই সেদিনের চেনা বন মালি
সবাই বেঁধেছে ঘর গড়েছে বাসর আজ কত দিন
বসে আছি পরিশোধ করতে তোমার প্রেমের ঋণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত ভৌমিক ১৯/০৯/২০২১
-
ফয়জুল মহী ১৮/০৯/২০২১বাহ্ চমৎকার উপস্থাপন করেছেন কবি
-
Rashbehari Ghosh ১৮/০৯/২০২১অসাধারণ,,
-
আলমগীর সরকার লিটন ১৮/০৯/২০২১অসাধারণ অনুভব প্রকাশ কবি দা
কজন পারে এমনি ভালোবাসতে?