দাসের রাজত্ব ০১
দাসের রাজত্ব ০১
জামাল উদ্দিন জীবন
আজ আর আমি কবি নই সাধারণ মানুষ বটে জগতে
তোমরা জ্ঞানী গুণী প্রজ্ঞার অধিকারী সমাজের মাঝে
কোথায় বিবেক বুদ্ধি হারালো মনুষ্যত্ব আর মানবতা?
সবে মানুষ হয়ে ভুবন মাঝে করো পশুর মত আচরণ।
কোথায় শিক্ষা দীক্ষা হয় না কভু জ্ঞানের বিচরণ?
অর্থ ক্ষমতার লোভে নিজেকে ভাবছো অনেক বড়
মানুষকে দম্ভে গর্বে অহংকারে শুধু অবমূল্যায়ন কর
কিসের নেশায় প্রাপ্তির প্রত্যাশায় আজও ঘুরে বেড়াও।
হিতাহিত জ্ঞানটুকু হারিযে অন্যের পিছে ছুটে চলা
মিছে মরিচিকা অন্ধকার চোরাগলিতে পথটা হারাও
মানুষ তুমি হয়ে যাও পশু নিজের সত্তাকে বিকাও?
সকলি বিকিয়ে অন্যের হুকুমের দাসে পরিনত হও।
অস্ত্র নিলে তুলে কলম ছুড়ে ফেলে কি শিক্ষিত হলে?
চলছে দেহ ব্যবসা নারী নিয়ে মেতে থাকা পুস্তক কাঁদে
এই কি দিলাম শিক্ষা ছাত্র নাম ধারী কত শত জনকে
ইয়াবা মদ গাজা হেরোইন অস্ত্র গোলাবারুদ তাদের সাথী।
জামাল উদ্দিন জীবন
আজ আর আমি কবি নই সাধারণ মানুষ বটে জগতে
তোমরা জ্ঞানী গুণী প্রজ্ঞার অধিকারী সমাজের মাঝে
কোথায় বিবেক বুদ্ধি হারালো মনুষ্যত্ব আর মানবতা?
সবে মানুষ হয়ে ভুবন মাঝে করো পশুর মত আচরণ।
কোথায় শিক্ষা দীক্ষা হয় না কভু জ্ঞানের বিচরণ?
অর্থ ক্ষমতার লোভে নিজেকে ভাবছো অনেক বড়
মানুষকে দম্ভে গর্বে অহংকারে শুধু অবমূল্যায়ন কর
কিসের নেশায় প্রাপ্তির প্রত্যাশায় আজও ঘুরে বেড়াও।
হিতাহিত জ্ঞানটুকু হারিযে অন্যের পিছে ছুটে চলা
মিছে মরিচিকা অন্ধকার চোরাগলিতে পথটা হারাও
মানুষ তুমি হয়ে যাও পশু নিজের সত্তাকে বিকাও?
সকলি বিকিয়ে অন্যের হুকুমের দাসে পরিনত হও।
অস্ত্র নিলে তুলে কলম ছুড়ে ফেলে কি শিক্ষিত হলে?
চলছে দেহ ব্যবসা নারী নিয়ে মেতে থাকা পুস্তক কাঁদে
এই কি দিলাম শিক্ষা ছাত্র নাম ধারী কত শত জনকে
ইয়াবা মদ গাজা হেরোইন অস্ত্র গোলাবারুদ তাদের সাথী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত ভৌমিক ১৭/০৯/২০২১
-
ফয়জুল মহী ১৬/০৯/২০২১চমৎকার উপলব্ধির প্রকাশ, উপস্থাপন করলেন।
-
আনাস খান ১৬/০৯/২০২১অসাধারণ লিখেছেন
মানুষ আজ পশুর অধম।