www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমায় তোমার পড়বে মনে ০৩

আমায় তোমার পড়বে মনে ০৩
জামাল উদ্দিন জীবন

যখন থাকবো না এই ভুবন মাঝে
আমায় তোমার পড়বে মনে
নব চেতনায় নব আনন্দে ভাসবে তুমি
আমায় তোমার পড়বে মনে।

স্মৃতির পাতায় মনের খাতায় কভু এঁকো না
আমার ছবি তোমার আপন মনে সঙ্গোপনে
আমায় তোমার পড়বে মনে
আকাশ পানে তাকিয়ে দেখবে যখন ।

তুমি ঐ চাঁদ তারা বৃষ্টির ধারা অঝোরে ঝড়ে
আমায় তোমার পড়বে মনে
ঝর্ণার জ্বলে গা ভিজিয়ে মুগ্ধ হাসিতে প্রাণ খুলে
প্রাণের টানে বাঁচার প্রেরণা খুঁজবে যখন একলা তুমি।

আমায় তোমার পড়বে মনে
আকাশ নীলিমায় একলা যখন হারাবে তুমি
আমায় তোমার পড়বে মনে
সুর সাধনায় সৃষ্টির সীমানায় করে বিচরণ।

তোমার চলার সাথী খুঁজবে আপন করে নিতে
আমায় তোমার পড়বে মনে
তোমার দেহ মন হৃদয় আত্মায় প্রবাহিত হই
আমাকে ভুলে থাকার বৃথা মিথ্যে চেষ্টা তোমার।

আমায় রেখো বন্ধু স্মরণে যত্ন করে তুমি ভুবনে
গোধুলী লগনে ঘরে ফেরার পালায় আনমনে বসে
ভাববে তুমি আপন মনে আমাকে সুখের ঠিকানায়
আমায় তোমার তখনও পড়বে মনে রেখো বন্ধু স্মরণে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৯/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুব্রত ভৌমিক ১৮/০৯/২০২১
    বন্ধু যদি রাখে মনে
    অমর সে ত্রিভুবনে।

    সুন্দর ভাবনার জন্য শুভেচ্ছা কবিকে।
  • ফয়জুল মহী ১৬/০৯/২০২১
    Valo laglo kobita
  • Md. Rayhan Kazi ১৫/০৯/২০২১
    বেশ ভালো লেখনী
 
Quantcast