জীবনের অবেলায় ০১
জীবনের অবেলায় ০১
জামাল উদ্দিন জীবন
বসন্তের এই শিশির ভেজা ভোরে পবন এসে বলে
তোমার প্রেমময় উদ্যানে ভালোবাসার পলি জমেছে
নতুন রঙ নানা বর্ণের বৃক্ষরাজি ডালপালা মেলে
শত কুসুম কলি সুঘ্রাণে মহিত করে চারিধার আনন্দে।
পত্র যুগল অঙ্গে পড়েছে তাদের চেনা মনমাধুরীর শাড়ি
তোমায় আপন করে আমার মন মাঝে আজ পেতে চায়
আমার হিয়ার মাঝে তোমার বসবাস এখন মনে হয়
কি অপরূপ সে রূপের কিরণ বলিতে কুণ্ঠিত ভাষায়
আমার পোড়া দু,নয়ন সর্বদা তোমার বদন পানে হারায়
খোঁপায় গোঁজা হরেক রকম ফুল তুলিতে করনি ভুল
লাল শাড়ি লাল চুড়ি রঙে তে সেজে আছ আজ নীলাম্বরী
কপালে লাল টিপ দিয়ে তোমার সাজা হয়নি এখনও শেষ।
সাঁঝের বেলায় চাঁদ মুখের পড়ছে সুন্দর মন মাতানো ছায়া
তোমার জন্য আমার মনে জমেছে ভালোবাসার মধু মায়া
ঢেউ খেলে যায় হৃদয় আত্মায় অবারিত শিহরণ প্রিয়জন
কবে আসবে তুমি আমায় নিতে করে তোমার আপনজন।
জামাল উদ্দিন জীবন
বসন্তের এই শিশির ভেজা ভোরে পবন এসে বলে
তোমার প্রেমময় উদ্যানে ভালোবাসার পলি জমেছে
নতুন রঙ নানা বর্ণের বৃক্ষরাজি ডালপালা মেলে
শত কুসুম কলি সুঘ্রাণে মহিত করে চারিধার আনন্দে।
পত্র যুগল অঙ্গে পড়েছে তাদের চেনা মনমাধুরীর শাড়ি
তোমায় আপন করে আমার মন মাঝে আজ পেতে চায়
আমার হিয়ার মাঝে তোমার বসবাস এখন মনে হয়
কি অপরূপ সে রূপের কিরণ বলিতে কুণ্ঠিত ভাষায়
আমার পোড়া দু,নয়ন সর্বদা তোমার বদন পানে হারায়
খোঁপায় গোঁজা হরেক রকম ফুল তুলিতে করনি ভুল
লাল শাড়ি লাল চুড়ি রঙে তে সেজে আছ আজ নীলাম্বরী
কপালে লাল টিপ দিয়ে তোমার সাজা হয়নি এখনও শেষ।
সাঁঝের বেলায় চাঁদ মুখের পড়ছে সুন্দর মন মাতানো ছায়া
তোমার জন্য আমার মনে জমেছে ভালোবাসার মধু মায়া
ঢেউ খেলে যায় হৃদয় আত্মায় অবারিত শিহরণ প্রিয়জন
কবে আসবে তুমি আমায় নিতে করে তোমার আপনজন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৪/০৯/২০২১মনোমুগ্ধকর উপস্থাপন। ভালোলাগা রেখে গেলাম
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০৯/২০২১ভালো।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৪/০৯/২০২১বেশ!