www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবনের অবেলায় ০১

জীবনের অবেলায় ০১
জামাল উদ্দিন জীবন

বসন্তের এই শিশির ভেজা ভোরে পবন এসে বলে
তোমার প্রেমময় উদ্যানে ভালোবাসার পলি জমেছে
নতুন রঙ নানা বর্ণের বৃক্ষরাজি ডালপালা মেলে
শত কুসুম কলি সুঘ্রাণে মহিত করে চারিধার আনন্দে।

পত্র যুগল অঙ্গে পড়েছে তাদের চেনা মনমাধুরীর শাড়ি
তোমায় আপন করে আমার মন মাঝে আজ পেতে চায়
আমার হিয়ার মাঝে তোমার বসবাস এখন মনে হয়
কি অপরূপ সে রূপের কিরণ বলিতে কুণ্ঠিত ভাষায়

আমার পোড়া দু,নয়ন সর্বদা তোমার বদন পানে হারায়
খোঁপায় গোঁজা হরেক রকম ফুল তুলিতে করনি ভুল
লাল শাড়ি লাল চুড়ি রঙে তে সেজে আছ আজ নীলাম্বরী
কপালে লাল টিপ দিয়ে তোমার সাজা হয়নি এখনও শেষ।

সাঁঝের বেলায় চাঁদ মুখের পড়ছে সুন্দর মন মাতানো ছায়া
তোমার জন্য আমার মনে জমেছে ভালোবাসার মধু মায়া
ঢেউ খেলে যায় হৃদয় আত্মায় অবারিত শিহরণ প্রিয়জন
কবে আসবে তুমি আমায় নিতে করে তোমার আপনজন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৯/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ১৪/০৯/২০২১
    মনোমুগ্ধকর উপস্থাপন। ভালোলাগা রেখে গেলাম
  • ভালো।
  • বেশ!
 
Quantcast