ভুলে যেয়ো না--
ভুলে যেয়ো না--
জামাল উদ্দিন জীবন
ছোট এই জীবনে অনেক সম্পর্কইতো হয়
অনেক আশা অনেক নিরাশা অনেক বেদনা
তবু ভুলে যেয়ো না স্বপ্ন দেখতে নীড় গড়তে
ভুলে যেয়োনা হাসতে ভুলোনা ভালোবাসতে।
ভুলে যেয়োনা অতিত জীবনের তোমার আমার
সুখের মূহুর্ত ও স্মৃতি গুলোকে যা হারিয়ে গেছে
আর ভুলে যেয়োনা বন্ধু চির চেনা এই আমাকে
মনে রেখ দুঃখ ব্যাথা বেদনা আর কষ্টগুলোকে।
এখনও ভাবি তোমাদের কথা আপন মনে নির্জনে
অনুভুতি হচ্ছে ছবি তা কখনও নষ্ট করো না
মুখ হলো বই তাকে যত্ন করে পড়তে চেষ্টা কর
ভালোবাসা মূল্যবান তাকে শুধু অনুভব করো ।
কখনও তাকে অবমূল্যায়ন অবহেলা করো না
বন্ধুত্ব হলো আয়না কখনও তাকে ভেংগো না
হৃদয়ের বন্ধনটাকে য্ত্নে লালন কর নিজ মনে
প্রেমের শুদ্ধতার স্বীকৃতি দিয়েগো সরল প্রাণে।
জামাল উদ্দিন জীবন
ছোট এই জীবনে অনেক সম্পর্কইতো হয়
অনেক আশা অনেক নিরাশা অনেক বেদনা
তবু ভুলে যেয়ো না স্বপ্ন দেখতে নীড় গড়তে
ভুলে যেয়োনা হাসতে ভুলোনা ভালোবাসতে।
ভুলে যেয়োনা অতিত জীবনের তোমার আমার
সুখের মূহুর্ত ও স্মৃতি গুলোকে যা হারিয়ে গেছে
আর ভুলে যেয়োনা বন্ধু চির চেনা এই আমাকে
মনে রেখ দুঃখ ব্যাথা বেদনা আর কষ্টগুলোকে।
এখনও ভাবি তোমাদের কথা আপন মনে নির্জনে
অনুভুতি হচ্ছে ছবি তা কখনও নষ্ট করো না
মুখ হলো বই তাকে যত্ন করে পড়তে চেষ্টা কর
ভালোবাসা মূল্যবান তাকে শুধু অনুভব করো ।
কখনও তাকে অবমূল্যায়ন অবহেলা করো না
বন্ধুত্ব হলো আয়না কখনও তাকে ভেংগো না
হৃদয়ের বন্ধনটাকে য্ত্নে লালন কর নিজ মনে
প্রেমের শুদ্ধতার স্বীকৃতি দিয়েগো সরল প্রাণে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১১/০৯/২০২১অতুলনীয় ।পাঠে মুগ্ধ হলাম।
-
সাইয়িদ রফিকুল হক ১১/০৯/২০২১ভালো।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১১/০৯/২০২১সুন্দর
-
সুব্রত ভৌমিক ১১/০৯/২০২১জীবন পথের সাথীকে ভুলোনা
একবার হারালে
ফিরে আর পাবেনা।