দুঃখ স্মৃতি ০১
দুঃখ স্মৃতি ০১
জামাল উদ্দিন জীবন
আজ দুনয়নের জ্বলে বুকটা ভাসাই
তোমার পানে যে ফিরে ফিরে তাকাই?
করে জালাতন দিবা নিশি সে আমায়
অভিমানে চলে গেলে কোন দুর অজানায়।
দিশাহারা হয় আজ অন্তর অববাহিকায়
বেদনার অশ্রু ধারা স্রোতে প্রবাহিত হয়
নদীর জল সেও সাগর পানে ধেয়ে যায়
আমার আঁখি জল শুধু বুকে বয়ে বেড়ায়।
পলি পড়ে নদী শুকায় চর জাগে তার বুকে
কারে নিয়ে বেধে ঘর আছ আজ মহা সুখে
প্রতিটি রজনী কেটে যায় বেদনা ভরা দুঃখে
কষ্টে ভরা নিশ্বাস হয়ে দীর্ঘশ্বাস ফিরে বুকে।
আমার স্মৃতিগুলি ঘুরে ফিরে আসে চারি পাশে
তোমায় শান্তনা দেয় প্রিয়জনার প্রেমের বাঁধনে
তারে ভুলে দেখো বুক ভরা কি যন্ত্রনার ক্রন্দন?
বেদনার নীল বিষে অঙ্গেতে রং বিবর্ণ হয় আছে।
জামাল উদ্দিন জীবন
আজ দুনয়নের জ্বলে বুকটা ভাসাই
তোমার পানে যে ফিরে ফিরে তাকাই?
করে জালাতন দিবা নিশি সে আমায়
অভিমানে চলে গেলে কোন দুর অজানায়।
দিশাহারা হয় আজ অন্তর অববাহিকায়
বেদনার অশ্রু ধারা স্রোতে প্রবাহিত হয়
নদীর জল সেও সাগর পানে ধেয়ে যায়
আমার আঁখি জল শুধু বুকে বয়ে বেড়ায়।
পলি পড়ে নদী শুকায় চর জাগে তার বুকে
কারে নিয়ে বেধে ঘর আছ আজ মহা সুখে
প্রতিটি রজনী কেটে যায় বেদনা ভরা দুঃখে
কষ্টে ভরা নিশ্বাস হয়ে দীর্ঘশ্বাস ফিরে বুকে।
আমার স্মৃতিগুলি ঘুরে ফিরে আসে চারি পাশে
তোমায় শান্তনা দেয় প্রিয়জনার প্রেমের বাঁধনে
তারে ভুলে দেখো বুক ভরা কি যন্ত্রনার ক্রন্দন?
বেদনার নীল বিষে অঙ্গেতে রং বিবর্ণ হয় আছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৮/০৯/২০২১
-
অভিজিৎ হালদার ০৮/০৯/২০২১সুন্দর ভাবনার বহিঃপ্রকাশ প্রেমময় আবেশের বলে।
খুব ভালো লাগলো