পরিবর্তন
পরিবর্তন
জামাল উদ্দিন জীবন
নীল আকাশে সাদা মেঘের ঐ ভেলায়
ভাসতে ভাসতে হারিয়ে যাব অজানায়
সবুজ বৃক্ষরাজি আজ বিবর্ণ হয়ে গেছে
বেদনার কষ্টগুলি বুকে আচড় কেটেছে।
সুরেলা পাখিটার তার গান ভুলে আছে
মুক্ত বিহঙ্গের মত সে আজ মুক্তি চায়?
নানা রংগের প্রজাপতি উড়ে বেড়ায় না
পুষ্প কাননে শতদলে ফুটে না ফুল কলি।
ভোমরা অলি কুলের গুঞ্জন সেও গেছে ভুলি
দোয়েল শ্যামা ময়না টিয়া গান শুনায় না
নীড় হারা পাখি বলে তারা পোষ মানে না
বুকের পিঞ্জরে নাম লিখা আছে প্রিয় জনের।
দেখি রক্ত ক্ষরন হয় সেটাও আজ ভুলতে হবে
হৃদয় মাঝে ক্রন্দনের ধারা বয় কেউ দেখে না
আঁখি জ্বলে বুক ভাসে সে কভু বুঝেও বুঝে না
অজান্তে দীর্ঘশ্বাস দুমড়ে মুচড়ে আমায় ভেঙ্গেছে।
অস্তিত্বে আঘাত করে তার পরিবর্তন করতে চাও?
তাকি এতটাই সহজ যে জন্ম লগ্ন হতে অপরিবর্তিত
রুপগত আকৃতি বাহ্যিক পরিবর্তন কাম্য হতে পারে
আমি অক্ষয় অবিনশ্বর ভু্বনে বৃত্তের পরিধির মাঝে।
জামাল উদ্দিন জীবন
নীল আকাশে সাদা মেঘের ঐ ভেলায়
ভাসতে ভাসতে হারিয়ে যাব অজানায়
সবুজ বৃক্ষরাজি আজ বিবর্ণ হয়ে গেছে
বেদনার কষ্টগুলি বুকে আচড় কেটেছে।
সুরেলা পাখিটার তার গান ভুলে আছে
মুক্ত বিহঙ্গের মত সে আজ মুক্তি চায়?
নানা রংগের প্রজাপতি উড়ে বেড়ায় না
পুষ্প কাননে শতদলে ফুটে না ফুল কলি।
ভোমরা অলি কুলের গুঞ্জন সেও গেছে ভুলি
দোয়েল শ্যামা ময়না টিয়া গান শুনায় না
নীড় হারা পাখি বলে তারা পোষ মানে না
বুকের পিঞ্জরে নাম লিখা আছে প্রিয় জনের।
দেখি রক্ত ক্ষরন হয় সেটাও আজ ভুলতে হবে
হৃদয় মাঝে ক্রন্দনের ধারা বয় কেউ দেখে না
আঁখি জ্বলে বুক ভাসে সে কভু বুঝেও বুঝে না
অজান্তে দীর্ঘশ্বাস দুমড়ে মুচড়ে আমায় ভেঙ্গেছে।
অস্তিত্বে আঘাত করে তার পরিবর্তন করতে চাও?
তাকি এতটাই সহজ যে জন্ম লগ্ন হতে অপরিবর্তিত
রুপগত আকৃতি বাহ্যিক পরিবর্তন কাম্য হতে পারে
আমি অক্ষয় অবিনশ্বর ভু্বনে বৃত্তের পরিধির মাঝে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত ভৌমিক ০৯/০৯/২০২১বেশ লাগলো কবিতা।
-
সাইয়িদ রফিকুল হক ০৭/০৯/২০২১ভাল।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৭/০৯/২০২১দারুণ!