www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অণুভূতির স্পর্শ

অণুভূতির স্পর্শ
জামাল উদ্দিন জীবন

দৃষ্টি মেলে তাকাতেই যদি আমাকে দেখো
তুমি বুঝে নিও আমি আছি অন্তর মাঝে
ফুলের সুবাসে যদি আমার গায়ের গন্ধ লাগে
তবে অনুভব করো আমি আছি জীবন জুড়ে।

প্রেম গীত যদি তোমার কর্ণ কুহরে বাজে
শুনতে পাবে আমার বাণী সাথী হয়ে আছে
আঁখি মাঝে যদি ছবি খানা আঁক যতনে
তোমার হিয়ার মাঝে আমার ছবি ভাসে।

আমাকে ভুলে যেতে চাও দূর অজানাতে
তোমার সঙ্গী হয়ে আছি চির দিন জগতে
অস্তিত্বে সত্তা অণু ভব করতে চাও না তুমি
আমি সর্বদা করি বিচরণ তোমার মাঝে।

অন্তঃপুর তোমার সুখের বসত বাড়ি গড়ো
নিভৃতে নীরবে অণু ভব করো আমার ছোঁয়া
আলতো পরশে জাগে মনে প্রাণের শিহরন
অণু ভবের মাঝে মর্মর স্পর্শ অনুভূতির মাঝে।

সহস্র কুসুম কলির মালা হাতে তুমি দাঁড়িয়ে
আজ একা অপেক্ষার প্রহর গুনছ বসে বসে
আমার কথা কি আজ বড় মনে পড়ে তোমার?
নাকি নতুন সাথী নিয়ে পড়েছো সুখের বাসর ।

স্বপ্নের ভুবনে স্বপ্ন বোনার কথা হতো দুজনে
আমি একাই তোমার কথা স্মরণ করি ভুবনে
তুমি চলে গেছো পরবাসে করে বরন আমাকে
মন মাঝে তোমার পরশ জেগেছে মর্ম বেদনায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৯/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ০৩/০৯/২০২১
    অসাধারণ কাব্যিকতায় মুগ্ধ হলাম ।
  • অভিজিৎ হালদার ০২/০৯/২০২১
    সুন্দর ভাবনার কলম।
  • ভালো।
  • আমান শেখ ০২/০৯/২০২১
    বেশ সুন্দর লিখেছেন।
  • সুন্দর কবি দা
 
Quantcast