শায়ন্তি
শায়ন্তি
জামাল উদ্দিন জীবন
শিশির ভেজা ঘাসের উপর পড়বে যখন তোমার চরণ চিহ্ন খানা
আঁখির কোনে রাখবে ধরে জানি প্রিয় জনের সেই মুখ খানি সখি
ফুলকলি ফুটিলো সৌরভ ছুটিলো ভোমরা মধু আহরণে বসিলো
তোমার জন্য মনের দুয়ার খোলা রেখেছি কেউ না জানে সে কথা।
আমায় রেখো তোমার হিয়ার মাঝে করে অনন্য দিয়ো না কভু ব্যথা
মনের মাঝে লেখেছি তোমার নাম যতণে ভুবনে সঙ্গোপনে রাখা
আমারে তুমি ভুলিয়া যাবে বল দেখি কেমনে মোর প্রিয় জন সখা
কুসুম কাননে সন্ধ্যা প্রদীপ হাতে দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়।
কখন তুমি আসবে প্রিয় ভালোবেসে রাখবে পাশে বসবে আমার সনে
তোমার জন্য জন্ম আমার মৃত্যুতে রবো মোরা পাশা পাশি বন্ধু ধরায়
অমনি করে তুমি ছাড়া বলো শায়ন্তি নামে আর কে ডাকিবে আমায়
আমি হাজার জনম চাইগো প্রিয় তোমার তরে বাঁচতে তোমার সাথে
জামাল উদ্দিন জীবন
শিশির ভেজা ঘাসের উপর পড়বে যখন তোমার চরণ চিহ্ন খানা
আঁখির কোনে রাখবে ধরে জানি প্রিয় জনের সেই মুখ খানি সখি
ফুলকলি ফুটিলো সৌরভ ছুটিলো ভোমরা মধু আহরণে বসিলো
তোমার জন্য মনের দুয়ার খোলা রেখেছি কেউ না জানে সে কথা।
আমায় রেখো তোমার হিয়ার মাঝে করে অনন্য দিয়ো না কভু ব্যথা
মনের মাঝে লেখেছি তোমার নাম যতণে ভুবনে সঙ্গোপনে রাখা
আমারে তুমি ভুলিয়া যাবে বল দেখি কেমনে মোর প্রিয় জন সখা
কুসুম কাননে সন্ধ্যা প্রদীপ হাতে দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়।
কখন তুমি আসবে প্রিয় ভালোবেসে রাখবে পাশে বসবে আমার সনে
তোমার জন্য জন্ম আমার মৃত্যুতে রবো মোরা পাশা পাশি বন্ধু ধরায়
অমনি করে তুমি ছাড়া বলো শায়ন্তি নামে আর কে ডাকিবে আমায়
আমি হাজার জনম চাইগো প্রিয় তোমার তরে বাঁচতে তোমার সাথে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ৩০/০৮/২০২১ভাল।
-
আমান শেখ ৩০/০৮/২০২১দারুণ লিখেছেন। শুভ কামনা।