জীকষ্ট ০১
জীকষ্ট ০১
জামাল উদ্দিন জীবন
তোমাকে চেয়ে হয়ে গেলাম আমি অনেকটা পর
তুমি সুখে আছ অন্যেরী বুকে বেধে সুখেরী বাসর
হস্তে রাখিয়া হস্তযুগল দিয়ে ছিলে আমায় কথা
যাবে নাকো ছেড়ে আসে যদি বাধা বিপত্তি ঝড়।
থাকবে তুমি আমারী তরে সারাটি জীবন ভর
বিশ্বাস করে তোমারী বাণী সকলি করিলাম দান
আমায় আপন করিয়া নীতে হওগো তুমি আগুয়ান
তোমায় আমার আপন ভাবিয়া যত্নে বাসর সাজাই।
তুমি মোরে পর করিয়া দেখ সুখেগো দূরে দাঁড়াই
একি বাণী সুধাইলে প্রিয়া তুমি আমারী সনে আসি
তুমি ভূলে যাও মোরে এখন নেই আগেরী মতন
আমার সুখের স্বর্গ গড়েছি আমি ধরায় করি যতন ।
তোমায় ভালোবাসি তার জন্য জীবনের সকল স্বপ্ন সাধ
বিসর্জন দিবো তোমার জন্য কি করি ভাবলে তুমি?
আমাকে সুখি করার মত কি আছে তোমার বলো দেখি?
বুকভরা ভালোবাসা আর রঙ্গিন স্বপ্ন দিয়ে জীবন চলে না।
জামাল উদ্দিন জীবন
তোমাকে চেয়ে হয়ে গেলাম আমি অনেকটা পর
তুমি সুখে আছ অন্যেরী বুকে বেধে সুখেরী বাসর
হস্তে রাখিয়া হস্তযুগল দিয়ে ছিলে আমায় কথা
যাবে নাকো ছেড়ে আসে যদি বাধা বিপত্তি ঝড়।
থাকবে তুমি আমারী তরে সারাটি জীবন ভর
বিশ্বাস করে তোমারী বাণী সকলি করিলাম দান
আমায় আপন করিয়া নীতে হওগো তুমি আগুয়ান
তোমায় আমার আপন ভাবিয়া যত্নে বাসর সাজাই।
তুমি মোরে পর করিয়া দেখ সুখেগো দূরে দাঁড়াই
একি বাণী সুধাইলে প্রিয়া তুমি আমারী সনে আসি
তুমি ভূলে যাও মোরে এখন নেই আগেরী মতন
আমার সুখের স্বর্গ গড়েছি আমি ধরায় করি যতন ।
তোমায় ভালোবাসি তার জন্য জীবনের সকল স্বপ্ন সাধ
বিসর্জন দিবো তোমার জন্য কি করি ভাবলে তুমি?
আমাকে সুখি করার মত কি আছে তোমার বলো দেখি?
বুকভরা ভালোবাসা আর রঙ্গিন স্বপ্ন দিয়ে জীবন চলে না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ৩০/০৮/২০২১ভালো লিখেছেন
-
আমান শেখ ৩০/০৮/২০২১বেশ গভীর ও ভাবনাময় লেখনী।
-
ফয়জুল মহী ২৯/০৮/২০২১দারুণ উপস্থাপনা