www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রেমের উদ্যানে ০১

প্রেমের উদ্যানে ০১
জামাল উদ্দিন জীবন

গোধূলী সন্ধ্যায় চারি দিক নীরব নিস্তব্ধ ময়
পাখিরা নীড়ে ফিরার সংকল্পে আছে যুদ্ধ রত
ঘর গুছিয়ে নিতে ব্যস্ত কিশোরী বধূরা বসে
প্রিয়তম মোর ফিরবে নীড়ে সন্ধ্যার আগমনে।

রক্তিম লাল আভায় তোমার দর্শন হলো পথে
আমি পথ হারিয়ে এখন তোমার পানে ছুটে যাই
তোমার হরীণ কালো আঁখির মাঝে কেন বার বার
নিজেকে হারাই আবার আজ ফিরেও যে পেতে চাই ।

কে তুমি আমার মনকে ভুলিয়ে দিলে সুন্দর জগত?
হৃদয় মাঝে দোলা দিয়ে তুমি কোথায় হারালে বলো?
দিনের আলো ধরনী হতে ধীরে ধীরে বিদায় নিলো
ঘন কালো অন্ধকারে সন্ধ্যা ঘনিয়ে এলো ধরত্রির বুকে ।

সখী তোমার পানে আমি অপলক নয়নে তাকিয়ে আছি
কখন যে তুমি আমার ধ্যানে জ্ঞানে মনে আসন করেছো
সখি তোমার প্রমে ডুবে আজ ভাষাহীন বোবা হয়ে আছি
বলতে কুন্ঠিত মুখে তুমি আমার মনের ঘরে বাসা বেঁধেছো

তোমার অপরুপ সে বদন পানে আমি যে এখনও চেয়ে আছি
আমাকে নিবে তোমার পথের সঙ্গী করে জীবনের অবেলায়
ভুবনে আমি শুধু তোমার সাথে সারা বেলা পথ চলতে চাই
আজ বড় ক্লান্ত শ্রান্ত দেহ মোন মোর চলার পথে একা আশি।

অনেকটা পথ একা একা জগতের মাঝে চললাম অবিরত
অবসাদ ধরেছে হিয়ার মাঝে এখন আর যে আমি পারি না
আমি নতুন করে প্রেরনা খুঁজি তোমার মাঝে বেঁচে থাকার
তুমি কি সেটা বুঝোতে চাও না অবুঝ বলোতো প্রিয়তমা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast