আমায় তোমার পড়বে মনে ০২
আমায় তোমার পড়বে মনে ০২
জামাল উদ্দিন জীবন
হৃদয়ের কান্না বুক ভরা বেদনা
শোনার মত পাশে কেউ রবে না
আমায় তোমার পড়বে মনে
নিঃসঙ্গতা ঘুমহারা রজনীতে।
একা একা থাকাবে যখন বসে
আমায় তোমার পড়বে মনে
মিষ্টি রোদে শীতের সকালে তুমি
সাথী হারিয়ে ভাববে বড় একা।
আমায় তোমার পড়বে মনে
আশার প্রদীপ জ্বলে জ্বলে যখন যাবে
নীভে জ্বালাতে আর কেউ রবে না
আমায় তোমার পড়বে মনে।
বিদায় বেলায় একলা যখন কাঁদবে তুমি
ভূবন মাঝে আপন আর কেউ হলো না
আমায় তোমার পড়বে মনে
জ্বলে পুড়ে তুমি অঙ্গার হবে জগতের মাঝে।
আর জ্বলার শক্তি পাবে না পোড়া এ দেহে
বিরহ ব্যথা একাকী পথ চলা সঙ্গী বিহীন
শুধু বেঁচে থাকা হতাশা ভরা এ মন নিয়ে
আমায় তোমার পড়বে মনে।
জামাল উদ্দিন জীবন
হৃদয়ের কান্না বুক ভরা বেদনা
শোনার মত পাশে কেউ রবে না
আমায় তোমার পড়বে মনে
নিঃসঙ্গতা ঘুমহারা রজনীতে।
একা একা থাকাবে যখন বসে
আমায় তোমার পড়বে মনে
মিষ্টি রোদে শীতের সকালে তুমি
সাথী হারিয়ে ভাববে বড় একা।
আমায় তোমার পড়বে মনে
আশার প্রদীপ জ্বলে জ্বলে যখন যাবে
নীভে জ্বালাতে আর কেউ রবে না
আমায় তোমার পড়বে মনে।
বিদায় বেলায় একলা যখন কাঁদবে তুমি
ভূবন মাঝে আপন আর কেউ হলো না
আমায় তোমার পড়বে মনে
জ্বলে পুড়ে তুমি অঙ্গার হবে জগতের মাঝে।
আর জ্বলার শক্তি পাবে না পোড়া এ দেহে
বিরহ ব্যথা একাকী পথ চলা সঙ্গী বিহীন
শুধু বেঁচে থাকা হতাশা ভরা এ মন নিয়ে
আমায় তোমার পড়বে মনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৩/০৮/২০২১Fantastic
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০৮/২০২১ভাল।