সত্তা ০১
সত্তা ০১
জামাল উদ্দিন জীবন
আমার হিয়ার ভিতরে আজও তোমারই বসবাস
তোমায় নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখি বারো মাস
তুমি আমার আঁধার ঘরে জ্বালো পূর্ণিমার আলো
জীবন দিয়ে তোমায় বন্ধু আমি বাসবো ভালো।
শিশির ভেজা প্রভাতে তুমি সদ্য ফোটা সে ফুল
মন প্রাণ তোমার প্রেমে হয়ে থাকে সর্বদা ব্যাকুল
রোদেলা দুপুরে তুমি শীতল তরুছায়া মোর গায়ে
ক্লান্ত শ্রান্ত দেহ খানায় পরশে তার চঞ্চলতা ফিরে পায়।
অলস দুপুরে জানালার গ্রিলে আনমনে বসে আছো ঠায়
তোমার মনের মাঝে যতনে আঁকা আমার ছবি টাই
এলো চুলে বাউল মনে উদাসী বিকেল সন্ধ্যা বেলায়
তোমার মাঝে আমার স্মৃতি অবিরত যেন কথাকয়।
তপ বনে গোধূলি বেলায় শুনেছি কণ্ঠে মধুর কত গান
করছিলে মনে প্রাণে কাছে পেতে আমায় নিবিড় আহ্বান
হস্তে রেখে হস্ত চিবুক অস্থি মজ্জায় মিশে গিয়েছো তুমি
তোমায় আরো কাছে পেতে অপেক্ষারত সর্বদা থাকি আমি।
জামাল উদ্দিন জীবন
আমার হিয়ার ভিতরে আজও তোমারই বসবাস
তোমায় নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখি বারো মাস
তুমি আমার আঁধার ঘরে জ্বালো পূর্ণিমার আলো
জীবন দিয়ে তোমায় বন্ধু আমি বাসবো ভালো।
শিশির ভেজা প্রভাতে তুমি সদ্য ফোটা সে ফুল
মন প্রাণ তোমার প্রেমে হয়ে থাকে সর্বদা ব্যাকুল
রোদেলা দুপুরে তুমি শীতল তরুছায়া মোর গায়ে
ক্লান্ত শ্রান্ত দেহ খানায় পরশে তার চঞ্চলতা ফিরে পায়।
অলস দুপুরে জানালার গ্রিলে আনমনে বসে আছো ঠায়
তোমার মনের মাঝে যতনে আঁকা আমার ছবি টাই
এলো চুলে বাউল মনে উদাসী বিকেল সন্ধ্যা বেলায়
তোমার মাঝে আমার স্মৃতি অবিরত যেন কথাকয়।
তপ বনে গোধূলি বেলায় শুনেছি কণ্ঠে মধুর কত গান
করছিলে মনে প্রাণে কাছে পেতে আমায় নিবিড় আহ্বান
হস্তে রেখে হস্ত চিবুক অস্থি মজ্জায় মিশে গিয়েছো তুমি
তোমায় আরো কাছে পেতে অপেক্ষারত সর্বদা থাকি আমি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৬/০৮/২০২১মুগ্ধকর উপস্থাপন
-
অভিজিৎ হালদার ১৬/০৮/২০২১সুন্দর ভাবনার অবতারণা করেছেন
-
সাইয়িদ রফিকুল হক ১৬/০৮/২০২১ভাল।