তুমি হীনা ০২
তুমি হীনা ০২
জামাল উদ্দিন জীবন
হৃদয় মাঝে আঁকা আমার ছবি ভাবছো দিবা নিশি
কেমন করে তুমি হীনা আমি একা সুখের স্বপ্ন দেখি
আমি থাকলে তোমা হতে থেকে দূরে ঝরে দুটি আঁখি
বুকের মাঝে কষ্ট লুকিয়ে তোমার মুখটা শুধু দেখি।
আমি না হয় ফুল হবো তুমি ভ্রমর হলে সাথে নিয়ে রব
যাব ঐ দূর প্রান্তে নীলসীমানা ছাড়িয়ে অজানায় দুজনে
আমি নদী হবো স্রোত হীন নীরব রবো,সাগরের আশায়
জাগবেনা দেহে ঢেউ কভু হৃদয়ে তোমার পরশ নাপেলে।
শরতের সাদা মেঘ হবো আকাশে উড়ে বেড়াবো একাকী
বরষার কালো মেঘ হবো বৃষ্টি হয়ে তোমাকে ছুঁয়ে দিব
শীত ঋতুর কন কনে হিম হিম শিশিরে অবিরত ঝড়বো
তোমার স্বপ্নের সাথী হবো বিলীন তোমাতে করিব বাস।
তোমাকে বড় বেশি ভালোবাসি বারে বারে তাই ফিরে আসি
থাকিতে নাহ পারি প্রিয়জন ছাড়া জগৎ মাঝে একাকী
আমার এ দুটি আঁখি সর্বত্র তোমাকে খুঁজে ফিরে ভুবন জুড়ে
তোমার জন্য সকলি রেখেছি যতনে অন্তরে কর বসবাস।
জামাল উদ্দিন জীবন
হৃদয় মাঝে আঁকা আমার ছবি ভাবছো দিবা নিশি
কেমন করে তুমি হীনা আমি একা সুখের স্বপ্ন দেখি
আমি থাকলে তোমা হতে থেকে দূরে ঝরে দুটি আঁখি
বুকের মাঝে কষ্ট লুকিয়ে তোমার মুখটা শুধু দেখি।
আমি না হয় ফুল হবো তুমি ভ্রমর হলে সাথে নিয়ে রব
যাব ঐ দূর প্রান্তে নীলসীমানা ছাড়িয়ে অজানায় দুজনে
আমি নদী হবো স্রোত হীন নীরব রবো,সাগরের আশায়
জাগবেনা দেহে ঢেউ কভু হৃদয়ে তোমার পরশ নাপেলে।
শরতের সাদা মেঘ হবো আকাশে উড়ে বেড়াবো একাকী
বরষার কালো মেঘ হবো বৃষ্টি হয়ে তোমাকে ছুঁয়ে দিব
শীত ঋতুর কন কনে হিম হিম শিশিরে অবিরত ঝড়বো
তোমার স্বপ্নের সাথী হবো বিলীন তোমাতে করিব বাস।
তোমাকে বড় বেশি ভালোবাসি বারে বারে তাই ফিরে আসি
থাকিতে নাহ পারি প্রিয়জন ছাড়া জগৎ মাঝে একাকী
আমার এ দুটি আঁখি সর্বত্র তোমাকে খুঁজে ফিরে ভুবন জুড়ে
তোমার জন্য সকলি রেখেছি যতনে অন্তরে কর বসবাস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ১৩/০৮/২০২১Darun
-
ফয়জুল মহী ১২/০৮/২০২১বাহ! দারুণ লিখেছেন
-
অভিজিৎ হালদার ১২/০৮/২০২১সুন্দর প্রেমময় ভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে কবিতার মাধ্যমে।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১২/০৮/২০২১দারুণ
-
আলমগীর সরকার লিটন ১২/০৮/২০২১বেশ আবেগময় কাব্যিক