মুক্তির খোঁজে
মুক্তির খোঁজে
জামাল উদ্দিন জীবন
দু’নয়নের জলে হয় না সাগর নদী জানি
তবু কেন আজ অঝর ধারায় বারি ঝরায়?
ভাসিয়ে দেয় মোর বুক হয় না তবু সুখ
বেদনা আমার সঙ্গী সুখের ঠিকানা হলো বন্দি।
বুকের জমিন রাশি রাশি জলে আজ ভেজা
তবু ফোটে না ফুল হয় না পুষ্প উদ্যান মনে
এ ব্যথা বুঝবার মত আপনজন ভবেতে নাই
ব্যথার অনলে পুড়ে ছাই হয়ে গেছে বক্ষ পৃষ্ঠ।
মৃত্তিকা বর্ণ তামাটে হয়ে গেছে আজ আঁচে জগতে
মরা নদীতে আসে না জোয়ার এখন বালু চর পরেছে
জীবন নদীর অববাহিকায় এখন আসে না শ্রাবণ
পরে না পলি সোনালী ফসলে ভরে না মাঠ ঘাট।
প্রাণে ছিল প্রাণ গাই মিলনের সুমধুর প্রেমের গান
পথের বাঁকে চলার সাথী ছিল সে আজ আমি একেলা
জন শূন্য পথ প্রান্তর বিতৃষ্ণ জলাশয় ডেকে মোরে কয়
অবাধ বিচরণ ছিল দুজনার সঙ্গী হয়ে আজ কেন একা?
সাঁজানো নেই রঙ বেরঙ তরী ঘাটে মাঝিও কি ভুল পথে?
আমি একেলা যাব ওপারে পরে আছি সন্ধ্যা বেলায় ঘাটেতে
সুপ্ত আশা ভালোবাসার বন্ধনে অদৃশ্য দেয়ালে বন্দি দু জনায়
মুক্তির খোঁজে ছিন্ন বন্ধন আলোর দিশারী পথ খুঁজে বেড়ায়।
জামাল উদ্দিন জীবন
দু’নয়নের জলে হয় না সাগর নদী জানি
তবু কেন আজ অঝর ধারায় বারি ঝরায়?
ভাসিয়ে দেয় মোর বুক হয় না তবু সুখ
বেদনা আমার সঙ্গী সুখের ঠিকানা হলো বন্দি।
বুকের জমিন রাশি রাশি জলে আজ ভেজা
তবু ফোটে না ফুল হয় না পুষ্প উদ্যান মনে
এ ব্যথা বুঝবার মত আপনজন ভবেতে নাই
ব্যথার অনলে পুড়ে ছাই হয়ে গেছে বক্ষ পৃষ্ঠ।
মৃত্তিকা বর্ণ তামাটে হয়ে গেছে আজ আঁচে জগতে
মরা নদীতে আসে না জোয়ার এখন বালু চর পরেছে
জীবন নদীর অববাহিকায় এখন আসে না শ্রাবণ
পরে না পলি সোনালী ফসলে ভরে না মাঠ ঘাট।
প্রাণে ছিল প্রাণ গাই মিলনের সুমধুর প্রেমের গান
পথের বাঁকে চলার সাথী ছিল সে আজ আমি একেলা
জন শূন্য পথ প্রান্তর বিতৃষ্ণ জলাশয় ডেকে মোরে কয়
অবাধ বিচরণ ছিল দুজনার সঙ্গী হয়ে আজ কেন একা?
সাঁজানো নেই রঙ বেরঙ তরী ঘাটে মাঝিও কি ভুল পথে?
আমি একেলা যাব ওপারে পরে আছি সন্ধ্যা বেলায় ঘাটেতে
সুপ্ত আশা ভালোবাসার বন্ধনে অদৃশ্য দেয়ালে বন্দি দু জনায়
মুক্তির খোঁজে ছিন্ন বন্ধন আলোর দিশারী পথ খুঁজে বেড়ায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ১৩/০৮/২০২১সুন্দর ভাবনার অবতারণা করেছেন জীবনের অনুভূতিগুলো।
-
সাইয়িদ রফিকুল হক ১১/০৮/২০২১ভালো লাগলো।
-
কবি অন্তর চন্দ্র ১১/০৮/২০২১চমৎকার
-
এ বি এস তুষার ১১/০৮/২০২১nice
-
তাবেরী ১১/০৮/২০২১সুন্দর