ভালোবাসা নাকি অভিনয়
ভালোবাসা নাকি অভিনয়
জামাল উদ্দিন জীবন
হৃদয় বীনা বাঁজে না আর আসেনা নতুন কোন সুর
সাথী হবার কথা দিয়ে তুমি থাক পরে কোন সে দূর
মনেরি মন্দিরে এঁকেছি তোমার ছবি যতন করে বন্ধু
প্রেমেরি লিপিকায় লিখেছি নাম অন্তরে মনের ঘরে।
হৃদয় বীনার তাঁর ছিড়ে গেছে আজ আমার
ব্যথা বেদনা আর নিদারুন যন্ত্রনা বুকে বয়
আমায় ভুলে কারে নিয়া আছ তুমি মহা সুখে
সুখ সুখ হায়রে মানুষ সুখকে খুঁজে বেড়ায় ।
সুখের ঠিকানা ছেড়ে আজ দূরে সরে চলে যায়
বিনা দোষে করলে দোষী হলাম নিজে অপরাধী
ভালোবেসে করছি ভুল শুধু একাই কি আমি?
জীবনের গতি পথটা হয়তো বদল হয়েছে গেছে।
আজ সত্যকে উপলব্ধি করে চিনেছি তোমাকে
জানতেও চেয়েছি অনেক বার কিন্তু পারিনি ?
আমাকে ভালোবাসার নামে মিথ্যে অভিনয়ে
তোমার ছলনা মাখা প্রেমেরি উদ্যানে রেখে।
নানান বর্ণের রঙে সাঁজিয়ে ছিলে তুমি আমাকে
যা খালি চোখে দৃষ্টি গোচর হয়নি আমার বুঝতে
পারিনি তবে মাঝে মাঝে ভাবতামতুমি কি সত্যি ?
আমাকে ভালোবাস না ছলনা করো আমাকে নিয়ে ।
স্বপ্ন দেখাতে রাজি নও খেলা করো দিবা রাত্রি জুড়ে
বড় বেশি বোকা ছিলাম জগতে খেয়ে ধোঁকা নিজে
কিসের জন্য আর কেন থেমে ছিলাম আজ বুজেছি
আমি সত্যি তোমায় ভালোবেসে ছিলাম হৃদয় দিয়ে
ছলনার অভিনযে ঘিরে রাখিনি অন্যের সাথে।
জামাল উদ্দিন জীবন
হৃদয় বীনা বাঁজে না আর আসেনা নতুন কোন সুর
সাথী হবার কথা দিয়ে তুমি থাক পরে কোন সে দূর
মনেরি মন্দিরে এঁকেছি তোমার ছবি যতন করে বন্ধু
প্রেমেরি লিপিকায় লিখেছি নাম অন্তরে মনের ঘরে।
হৃদয় বীনার তাঁর ছিড়ে গেছে আজ আমার
ব্যথা বেদনা আর নিদারুন যন্ত্রনা বুকে বয়
আমায় ভুলে কারে নিয়া আছ তুমি মহা সুখে
সুখ সুখ হায়রে মানুষ সুখকে খুঁজে বেড়ায় ।
সুখের ঠিকানা ছেড়ে আজ দূরে সরে চলে যায়
বিনা দোষে করলে দোষী হলাম নিজে অপরাধী
ভালোবেসে করছি ভুল শুধু একাই কি আমি?
জীবনের গতি পথটা হয়তো বদল হয়েছে গেছে।
আজ সত্যকে উপলব্ধি করে চিনেছি তোমাকে
জানতেও চেয়েছি অনেক বার কিন্তু পারিনি ?
আমাকে ভালোবাসার নামে মিথ্যে অভিনয়ে
তোমার ছলনা মাখা প্রেমেরি উদ্যানে রেখে।
নানান বর্ণের রঙে সাঁজিয়ে ছিলে তুমি আমাকে
যা খালি চোখে দৃষ্টি গোচর হয়নি আমার বুঝতে
পারিনি তবে মাঝে মাঝে ভাবতামতুমি কি সত্যি ?
আমাকে ভালোবাস না ছলনা করো আমাকে নিয়ে ।
স্বপ্ন দেখাতে রাজি নও খেলা করো দিবা রাত্রি জুড়ে
বড় বেশি বোকা ছিলাম জগতে খেয়ে ধোঁকা নিজে
কিসের জন্য আর কেন থেমে ছিলাম আজ বুজেছি
আমি সত্যি তোমায় ভালোবেসে ছিলাম হৃদয় দিয়ে
ছলনার অভিনযে ঘিরে রাখিনি অন্যের সাথে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ১৩/০৮/২০২১Valo
-
তাবেরী ১১/০৮/২০২১দারুণ
-
ফয়জুল মহী ১১/০৮/২০২১Fantastic
-
সাইয়িদ রফিকুল হক ১০/০৮/২০২১ভালো।