নব চেতনা
নব চেতনা
জামাল উদ্দিন জীবন
নব চিত্তে নব আনন্দের মাঝে ভাসবো আমি
তোমারী হাতে হাত রাখিয়া বহু দূর প্রিয়জন
তোমার জীবন চলার সাথী হইয়া ধরনীতে
আজ সাধ জাগে জগতে নতুন করে বাঁচতে।
প্রিয়তম সাথী তুমি শুধু থেকো মোর পাশে
নতুন দিগন্তের পথে দুজনে আজ দিব পাড়ি
পিছনের যত ভুল তাদের সাথে মোর আঁড়ি
ভুলেগেছি সব দুঃখ ব্যথা কষ্ট যন্ত্রনা ভুবনে ।
বুক ভরা বেদনা হৃদয়ের কান্না অজানাতে রয়
সাথী হয়ে তুমি আজ রবে পাশে দিয়েছো কথা
স্বপ্ন ভাঙ্গার দিনগুলো সব আজ পিছনে পড়ে রয়
স্বপ্ন বোনার পথে মোদের যাত্রা এবার হল শুরু।
মনেরী হরষে প্রেমেরী আবেগে আজ হারাবো দুজন
বহুদূর পথ দিব পাড়ি ফিরে আর আসবোনা এখানে
তোমায় চেয়েছি তোমায় পেয়েছি আজ আপন করে
আমার প্রেমের হয়েছে বিজয় হৃদয়ে মনে সুখ শুধু বয়।
জামাল উদ্দিন জীবন
নব চিত্তে নব আনন্দের মাঝে ভাসবো আমি
তোমারী হাতে হাত রাখিয়া বহু দূর প্রিয়জন
তোমার জীবন চলার সাথী হইয়া ধরনীতে
আজ সাধ জাগে জগতে নতুন করে বাঁচতে।
প্রিয়তম সাথী তুমি শুধু থেকো মোর পাশে
নতুন দিগন্তের পথে দুজনে আজ দিব পাড়ি
পিছনের যত ভুল তাদের সাথে মোর আঁড়ি
ভুলেগেছি সব দুঃখ ব্যথা কষ্ট যন্ত্রনা ভুবনে ।
বুক ভরা বেদনা হৃদয়ের কান্না অজানাতে রয়
সাথী হয়ে তুমি আজ রবে পাশে দিয়েছো কথা
স্বপ্ন ভাঙ্গার দিনগুলো সব আজ পিছনে পড়ে রয়
স্বপ্ন বোনার পথে মোদের যাত্রা এবার হল শুরু।
মনেরী হরষে প্রেমেরী আবেগে আজ হারাবো দুজন
বহুদূর পথ দিব পাড়ি ফিরে আর আসবোনা এখানে
তোমায় চেয়েছি তোমায় পেয়েছি আজ আপন করে
আমার প্রেমের হয়েছে বিজয় হৃদয়ে মনে সুখ শুধু বয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।