www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পূর্ণিমা রাত

পূর্ণিমা রাত
জামাল উদ্দিন জীবন

রাশি রাশি জোছনা ছিল আকাশে
চন্দ্র তারাগুলো আলো জ্বেলে ছিল
তোমার আমার যুগল মিলন দেখে
কতো সুর কতো গান প্রাণে প্রাণ।

মিশিয়ে হয়েছিল কতো কথা স্মৃতিতে অম্লান
পদ্মপুষ্প ভালোবাসি বলে তুলে দিয়ে ছিলে
তোমার জন্য গাঁথা মালা বকুল জুঁই ফুল দিয়ে
সান বাধানো ঘাটে বসে হয়েছে কতো কথা।

তোমার আমার সেই মিলন খনে শুধু নীরবতা
কতো দিন কতো রাত গত হয়েছে হিসাব ছাড়া
সকল মোর মনে দাগ কেটে রয়েছে গাঁথা ---
হৃদয় মাঝে তোমার ছবিটা স্বযত্নে রয়েছে আঁকা।

তুমি কি আমায় ভাবো নাকি নতুন সাথী কে নিয়েছ?
হৃদয়ের গহিনে তোমাকে প্রতি নিয়ো তো স্বপ্নে দেখি
আমার মনে তোমাকে নিয়ে প্রতি রাতে বাসর সাজাই
আমার হৃদয়ের আঙ্গিনা তোমার জন্য রেখেছি খালি।

সেখানে অন্য কার অনধিকারপ্রবেশ নিষেধ করা হয়েছে
আজ রাতের তারাগুলো কেমন যেন আঁধারে ডেকে গেছে
তোমাকে নিয়ে আমার মনে কিছুটা সংশয় দেখো দিয়েছে
তুমি নাকি অনেকটা বদলে গেছ আগের ঠিকা নাতে নেই।

চাঁদ টা কেমন যেন পূর্বের ন্যায় আলো দিচ্ছে না কেন?
পদ্মপুষ্প গুলো আগের মত হেসে হেসে ফুটে না উঠে না
আমায় ভুলে গিয়ে তবে কি তুমি অন্য কারো সনে আছ?
চন্দ্র তারাগুলো রাশি রাশি জোছনা আছে আগের মত।

এমনি পূর্ণিমা রাতে তুমি নেই সাথে একা বসে পুকুর ঘাটে
বিরহ ব্যথায় অন্তর পুড়ে যায় তোমার কি অবলোকন হয়?
আঁখি জলে বুক ভাসাই জোনাকি ঝিঝি পোকা তারা হাসে
অবুঝ না হও ধৈর্য ধরো নীল শাড়ি পরে আছি অপেক্ষায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ১১/০৮/২০২১
    Very excellent
  • চমৎকার। আমার প্রোফাইল ঘুরে আসবেন
  • ভালো লাগলো।
  • অভিজিৎ হালদার ০৯/০৮/২০২১
    খুব সুন্দর মনের ভাব প্রকাশ করলেন কবিতার মাধ্যমে।
 
Quantcast