ভুল ভেঙ্গে দাও
ভুল ভেঙ্গে দাও
জামাল উদ্দিন জীবন
যে ভুলে তোমায় ভুলে আছি বিধি
সে ভুল মোর তুমি আজ ভেঙ্গে দাও?
যাদের ভেবেছি অনেক আপন আমার
তারাই করে দিল আজ বড় বেশি পর।
জগত নামের মানুষগুলো আজ হয়েগেছে
নিজের স্বার্থের জন্য এত বেশি স্বার্থপর ?
ওগো দয়াময় রহিম রহমান
দাও তোমার করুণার দান?
আমায় সরল সত্য পথ দাওগো বলি
তোমার দেখানো পথে আমি যেন চলি,
দাওগো মোরে শক্তি সাহস সর্বক্ষণ মনে
তোমায় ডাকবো বসে দিবস রাত নির্জনে ।
চারিধারে অন্ধকার ঘেরা এখন আমার
আলোর পথের সন্ধান দাওগো তোমার !
পাপে আর অপরাধে ভরে গেছে জীবন
তুমি দেখাও মোরে সঠিক পথ দাও দর্শন।
ওগো জগত পতি দাও মোরে জ্ঞানের সুমতি
আমার আঁধার ঘরে বানাবো তোমার বসতি
তুমি করুনার সিন্ধু করুনা কর মোরে এক বিন্দু
হি বিশ্ব বিধাতা তুমি মোর ত্রিভুবনে অন্ন দাতা।
আলো বাতাস জল ফুল ফল দিয়ে বাঁচাও প্রাণ
আমি নতশিরে চিরদিন গাই তোমার গুনগান
তুমি চির মহিয়ান চির অম্লান জগতের বুকে
তোমার গুনগান করলে শান্তি পাই এ ধরাতে।
জীবন মোহাম্মাদপুর ঢাকা।
জামাল উদ্দিন জীবন
যে ভুলে তোমায় ভুলে আছি বিধি
সে ভুল মোর তুমি আজ ভেঙ্গে দাও?
যাদের ভেবেছি অনেক আপন আমার
তারাই করে দিল আজ বড় বেশি পর।
জগত নামের মানুষগুলো আজ হয়েগেছে
নিজের স্বার্থের জন্য এত বেশি স্বার্থপর ?
ওগো দয়াময় রহিম রহমান
দাও তোমার করুণার দান?
আমায় সরল সত্য পথ দাওগো বলি
তোমার দেখানো পথে আমি যেন চলি,
দাওগো মোরে শক্তি সাহস সর্বক্ষণ মনে
তোমায় ডাকবো বসে দিবস রাত নির্জনে ।
চারিধারে অন্ধকার ঘেরা এখন আমার
আলোর পথের সন্ধান দাওগো তোমার !
পাপে আর অপরাধে ভরে গেছে জীবন
তুমি দেখাও মোরে সঠিক পথ দাও দর্শন।
ওগো জগত পতি দাও মোরে জ্ঞানের সুমতি
আমার আঁধার ঘরে বানাবো তোমার বসতি
তুমি করুনার সিন্ধু করুনা কর মোরে এক বিন্দু
হি বিশ্ব বিধাতা তুমি মোর ত্রিভুবনে অন্ন দাতা।
আলো বাতাস জল ফুল ফল দিয়ে বাঁচাও প্রাণ
আমি নতশিরে চিরদিন গাই তোমার গুনগান
তুমি চির মহিয়ান চির অম্লান জগতের বুকে
তোমার গুনগান করলে শান্তি পাই এ ধরাতে।
জীবন মোহাম্মাদপুর ঢাকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ০৯/০৮/২০২১বেশ গীতি কবিতাময় কবি দা