তোমার জন্য প্রিয়
তোমার জন্য প্রিয়
জামাল উদ্দিন জীবন
হঠাৎ খুব ভোরে ঘুম ভেঙ্গে গেল
আনমনে ভাবছি তুমি আছো পাশে
প্রতিদিনের ন্যায় হাত দুটো ধরে বল
এই উঠো না প্রভাত ভ্রমনে যাবো।
তুমি আমি ভালোবাসার ভেলায় ভাসবো
বিস্তীর্ণ ফসলের মাঠ ঘাট পেরিয়ে যাব
দিগন্তের ওপারে হারাবো সাথী হবে তুমি
আজ আর কারো কথা শুন বোনা আমি।
নৌকা চরবো কলার ভেলা ভাসাবো
তাল কুড়ানো মৎস শিকার নিয়ে ব্যস্ত
ফিরে যাবো মোদের ছোট বেলার স্মৃতিতে
স্বপ্নের বসতি গড়ে মোরা করছি বসবাস।
শাপলা আর শালুক কুড়োতে ঝিলের ধারে
ঢ্যাপের খই সাথে ভালোবাসার সে পরশ
হৃদয় মন আত্মা সত্তা ঝুড়ে শিহরণ বয়
তোমার জন্য প্রিয় মোর প্রেম ময় সাথী।
জামাল উদ্দিন জীবন
হঠাৎ খুব ভোরে ঘুম ভেঙ্গে গেল
আনমনে ভাবছি তুমি আছো পাশে
প্রতিদিনের ন্যায় হাত দুটো ধরে বল
এই উঠো না প্রভাত ভ্রমনে যাবো।
তুমি আমি ভালোবাসার ভেলায় ভাসবো
বিস্তীর্ণ ফসলের মাঠ ঘাট পেরিয়ে যাব
দিগন্তের ওপারে হারাবো সাথী হবে তুমি
আজ আর কারো কথা শুন বোনা আমি।
নৌকা চরবো কলার ভেলা ভাসাবো
তাল কুড়ানো মৎস শিকার নিয়ে ব্যস্ত
ফিরে যাবো মোদের ছোট বেলার স্মৃতিতে
স্বপ্নের বসতি গড়ে মোরা করছি বসবাস।
শাপলা আর শালুক কুড়োতে ঝিলের ধারে
ঢ্যাপের খই সাথে ভালোবাসার সে পরশ
হৃদয় মন আত্মা সত্তা ঝুড়ে শিহরণ বয়
তোমার জন্য প্রিয় মোর প্রেম ময় সাথী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৮/০৮/২০২১সুন্দর প্রেম ও প্রকৃতির সমন্বয়।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৭/০৮/২০২১How nice !
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৭/০৮/২০২১সুন্দর।
-
অভিজিৎ হালদার ০৭/০৮/২০২১সুন্দর ভাবনা
-
সাইয়িদ রফিকুল হক ০৭/০৮/২০২১ভালো।