www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অতৃপ্ত ভালোবাসায়

অতৃপ্ত ভালোবাসায়
জামাল উদ্দিন জীবন

জীবনের আঁকা বাঁকা পথ বেয়ে চলেছি আমি
অনেকটা পথ হটাৎ করে তোমার সনে দেখা
ক্লান্ত পরিশ্রান্ত এখন দুচোখ বুজে ঘুম আসছে
কোথা হতে তোমার আগমন ঘটিল নতুন করে।

আলতো ছোঁয়ায় তুমি আমার ঘুম ভাঙ্গিয়ে দিলে
প্রকৃতির শুষ্কতায় যেন বর্ষার পরশ লাগলো মনে
ঝরা পাতার মত দুঃখরা আজ ঝরে হয়ে যায় শেষ
সুখ গুলি আজ অপেক্ষা রত জড়াতে প্রেমেরি আবেশ।

দেহ খানি আজ শিহরণে অতৃপ্ত হয়েছে নিথর ক্লান্ত মোর
এসেছে ভালোবাসা নতুন রুপে ফিরে জীবনে আমার
পবন ডাকিয়া কানে কানে শুধায় মোরে আজ সে কথা
ধরিত্রীর বুকে জলদি চলে এসো হয়ে তুমি মোর সাথী।

আপন করে আমাকে তোমার তরে একটু ভালোবাস
নতুন করে সাজিয়ে লও তোমার প্রেমেরি সে উদ্যান
যেখানে বসে পাখি করে গান ভোমরা করে শুধু গুঞ্জন
ফুলের সৌরভে ছেয়ে যাবে তোমার অতৃপ্ত মন প্রাণ।

তোমায় রাখব মনে থাকব মহাসুখে থাকলে মোর পাশে
আমি সুখের নাও ভিরাবো তোমায় জগতে ভালোবেসে
এসেছো ভালবেসে আমার দেশে প্রানে বাঁধিয়া প্রাণ খানি
আজ হতে তুমি শুধু আমার এ কথটিকে সত্য মনে জানি।

চাইলেও আজ আর তুমি পারবে না ছেড়ে যেতে আমাকে
আমি রয়েছি তোমার মন প্রাণ আত্না স্বত্তা হৃদয়টি জুড়ে
মিশে ছিলাম তোমার রক্তস্রোতে প্রবাহিত প্রতিটা মূহুর্ত
সময়ের সর্বগ্রাসী থাবায় কোথায় হারালে আজ একা করে ।

চাইলেও আজ আর দেখতে পারি না দু,আঁখির মাঝে
ক্ষণিকের মোহতায় শেষ প্রান্তে এসে তাই হারাই আমি
সকলি মিথ্যে করে তুমি চলে গেলে দূরে আমাকে ভুলে
আমি আজও রয়েছি তোমার অতৃপ্ত ভালোবাসার সীমানায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • কে. পাল ০৭/০৮/২০২১
    Valo
  • বেশ লেখেছেন কবি দা
 
Quantcast