প্রিয়তমার বায়না
প্রিয়তমার বায়না
জামাল উদ্দিন জীবন
গোল পাতার বাড়ি সখি মোর
ভেন্না পাতার দেওয়া ছাউনি
খেজুর পাতার পাটি পাতা আছে
বাঁশ পাতায় জালাই আমি অগ্নি।
তাল দিয়ে পিঠা পুলির তৈরির ধুম
খেজুর রসের মজার খাবার আরো,
গুড়ের সাথে আয়োজন রান্না বাড়ার
আউশ আমন ধানের মুড়ি চিরা হয়।
বর্ষার জলে ভেসে আজ যায় মোর আঙ্গিনা
তোমার দু,আঁখিতে কি তাও কভু পরে না?
অভিযোগের সুরে অভিমান কর সারাক্ষণ
কেন তুমি মোরে করে নাও না প্রিয়জন?
গরীব পুরে জন্ম আমার গরীব ঘরে বাস
কি দিয়ে রাখিব সুখে তোমায় বার মাস?
লতা পাতা বন ফুল অলংকার গড়ে দিতে পারি
তুমি যাবে কি? সাথে সঙ্গিনী হয়ে আজ বাড়ি।
কতশত কিছু বুঝি না আমি তোমায় শুধু চাই
আমায় তোমার সাথে নিবে বলো না এক বার তাই
প্রিয়তম মুখে জমেছে অমাবস্যার আঁধার হায়
যেতে হবে বাসরে প্রাণেতে দেরি নাহি বুঝি সয়।
১১.০৭.২০১৭
জামাল উদ্দিন জীবন
গোল পাতার বাড়ি সখি মোর
ভেন্না পাতার দেওয়া ছাউনি
খেজুর পাতার পাটি পাতা আছে
বাঁশ পাতায় জালাই আমি অগ্নি।
তাল দিয়ে পিঠা পুলির তৈরির ধুম
খেজুর রসের মজার খাবার আরো,
গুড়ের সাথে আয়োজন রান্না বাড়ার
আউশ আমন ধানের মুড়ি চিরা হয়।
বর্ষার জলে ভেসে আজ যায় মোর আঙ্গিনা
তোমার দু,আঁখিতে কি তাও কভু পরে না?
অভিযোগের সুরে অভিমান কর সারাক্ষণ
কেন তুমি মোরে করে নাও না প্রিয়জন?
গরীব পুরে জন্ম আমার গরীব ঘরে বাস
কি দিয়ে রাখিব সুখে তোমায় বার মাস?
লতা পাতা বন ফুল অলংকার গড়ে দিতে পারি
তুমি যাবে কি? সাথে সঙ্গিনী হয়ে আজ বাড়ি।
কতশত কিছু বুঝি না আমি তোমায় শুধু চাই
আমায় তোমার সাথে নিবে বলো না এক বার তাই
প্রিয়তম মুখে জমেছে অমাবস্যার আঁধার হায়
যেতে হবে বাসরে প্রাণেতে দেরি নাহি বুঝি সয়।
১১.০৭.২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিধান চন্দ্র ধর ১১/০৯/২০২১লিখে যান অবিরত।
-
Md. Ashik Hossain Rone ০৫/০৮/২০২১দারুণ অনুভব
-
ফয়জুল মহী ০৫/০৮/২০২১Excellent
-
অভিজিৎ হালদার ০৪/০৮/২০২১বেশ অনুভব
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৪/০৮/২০২১অভিব্যক্তি চমৎকার।
-
কে. পাল ০৪/০৮/২০২১Khub valo
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০৮/২০২১বেশ!
-
হাদী মুহাম্মাদ রকিব উদ্দীন ০৪/০৮/২০২১ভেন্না পাতা - এটা কি স্থানীয় শব্দ।