তোমার প্রেমের অবগাহন
তোমার প্রেমের অবগাহন
জামাল উদ্দিন জীবন
ঝিরি ঝিরি বাতাসে উড়ু উড়ু আজ মন
আঁখি চায় দেখতে বন্ধু দিবা নিশি সর্বক্ষণ
কেমনে ভুলে থাক তুমি বন্ধু মোরে
বুঝাই কি করে তোমায় ব্যথা অন্তরে।
প্রেমেরি অনল বীরহজ্বাল হৃদয় জুড়ে।
তুমি রয়েছো আমা হতে কত দূরে
তবে কেন মনে পড়ে বারে বারে
পিউ পিউ ডাকে বনে ঐ পাপিয়া।
সকলকে বুঝাইতে পারি যে আমি
মানে না মোর হিয়া দরদিয়া
তুমি মোর প্রাণেরি প্রিয়তমা
ব্যকুলতায় পরাণখানি নিলা কাড়িয়া।
হৃদয় মনে আছ বসে অন্তর জুড়িয়া।
নীল আকাশে হারিয়ে যাব দুজনে
তুমি যদি হও মোর সাথীগো ভুবণে
প্রেমেরি উদ্যানে আজ হাটবো মোরা।
দু’ নয়নে দেখবে অবাক জগৎবাসী
তুষার পড়া পর্বতের মাঝে হারাবো
জন মানব কোলাহল সকলি ছাড়িয়া
বাঁকা নদীর বাঁকে বাঁকে তরী ভাসিয়ে
হারিয়ে যাব প্রেম নদের শাখে শাখে
পৃথিবীর দুঃখ ব্যথা যন্ত্রনা সকলি ছাড়িয়ে
হৃদয় মনে উঠেছে ঢেউ, সঙ্গে অজ আমার
নেইতো কেউ অন্তর নদের অববাহিকায়।
আজ তোমার চরণ চিহ্ন রয়েগেছে ধরায়
তোমার কি মনে পড়ে প্রথম প্রেমেরি বন্ধন
বাঁধা ছিল মোদের স্বপ্ন বাসর খানা যতনে
চিক চিক বালুকা বেলায় বেঁধে ছিলাম ঘর।
নদীর স্রোতে ধুয়ে গেল বিষাদে পোড়া অন্তর
তুমি নামটি লিখলে বালিরই উপর দুজনার
আজ তোমার স্মৃতি মাখা সে মুখ খানি দেখি
শয়নেস্বপনে হেন জাগারণে আখিঁ পানে ভাসি।
ভালোবাসর ডিঙ্গি নৌকায় পাল তুলে ভেসে যাই
তুমি সাথী হারা করে দিলে একা সুখ খুঁজে বেড়াই
হারিয়ে তোমাকে বেদনা জড়িয়ে বুকে একলাই ভাসি
তোমায় খুঁজি এখন প্রেমের অবগাহনে একেলা আসি।
জামাল উদ্দিন জীবন
ঝিরি ঝিরি বাতাসে উড়ু উড়ু আজ মন
আঁখি চায় দেখতে বন্ধু দিবা নিশি সর্বক্ষণ
কেমনে ভুলে থাক তুমি বন্ধু মোরে
বুঝাই কি করে তোমায় ব্যথা অন্তরে।
প্রেমেরি অনল বীরহজ্বাল হৃদয় জুড়ে।
তুমি রয়েছো আমা হতে কত দূরে
তবে কেন মনে পড়ে বারে বারে
পিউ পিউ ডাকে বনে ঐ পাপিয়া।
সকলকে বুঝাইতে পারি যে আমি
মানে না মোর হিয়া দরদিয়া
তুমি মোর প্রাণেরি প্রিয়তমা
ব্যকুলতায় পরাণখানি নিলা কাড়িয়া।
হৃদয় মনে আছ বসে অন্তর জুড়িয়া।
নীল আকাশে হারিয়ে যাব দুজনে
তুমি যদি হও মোর সাথীগো ভুবণে
প্রেমেরি উদ্যানে আজ হাটবো মোরা।
দু’ নয়নে দেখবে অবাক জগৎবাসী
তুষার পড়া পর্বতের মাঝে হারাবো
জন মানব কোলাহল সকলি ছাড়িয়া
বাঁকা নদীর বাঁকে বাঁকে তরী ভাসিয়ে
হারিয়ে যাব প্রেম নদের শাখে শাখে
পৃথিবীর দুঃখ ব্যথা যন্ত্রনা সকলি ছাড়িয়ে
হৃদয় মনে উঠেছে ঢেউ, সঙ্গে অজ আমার
নেইতো কেউ অন্তর নদের অববাহিকায়।
আজ তোমার চরণ চিহ্ন রয়েগেছে ধরায়
তোমার কি মনে পড়ে প্রথম প্রেমেরি বন্ধন
বাঁধা ছিল মোদের স্বপ্ন বাসর খানা যতনে
চিক চিক বালুকা বেলায় বেঁধে ছিলাম ঘর।
নদীর স্রোতে ধুয়ে গেল বিষাদে পোড়া অন্তর
তুমি নামটি লিখলে বালিরই উপর দুজনার
আজ তোমার স্মৃতি মাখা সে মুখ খানি দেখি
শয়নেস্বপনে হেন জাগারণে আখিঁ পানে ভাসি।
ভালোবাসর ডিঙ্গি নৌকায় পাল তুলে ভেসে যাই
তুমি সাথী হারা করে দিলে একা সুখ খুঁজে বেড়াই
হারিয়ে তোমাকে বেদনা জড়িয়ে বুকে একলাই ভাসি
তোমায় খুঁজি এখন প্রেমের অবগাহনে একেলা আসি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহতাব বাঙ্গালী ০২/০৮/২০২১সুন্দর প্রেমের কাব্যিক অভিপ্রকাশ
-
ডাঃঅলোক সরকার ০১/০৮/২০২১প্রেমের অবগাহনের উদ্বেলিত উৎসারণ ভালো লাগলো।শুভেচ্ছা রইলো।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০১/০৮/২০২১খুব সুন্দর লিখেছেন।
-
কে এন এন লিংকু ০১/০৮/২০২১সুন্দর
-
আলমগীর সরকার লিটন ০১/০৮/২০২১সুন্দর কাব্যিক