তুমি আমার বন্ধু হবে
তুমি আমার বন্ধু হবে
জামাল উদ্দিন জীবন
তুমি আমার বন্ধু হবে এই জগতের মাঝে
তপ্ত রোদে ছায়া দিব আরো দিব মায়ার আঁচল
তীব্র শীতে ভালোবাসার ছোঁয়া দিব তোমায়
দিব উষ্ণ পরশ তোমার শরীর অন্তর মাঝে।
তোমার জীবন রাঙ্গাতে আমায় ডেকো না কভু
তবে ভুল হবে আমায় পাবে না তোমার কাছে
তোমার জীবন সাজাতে আমায় ডেকো বন্ধু
তুমি পাবে আমায় সারা জীবন তোমার পাশে।
তোমার স্বপ্ন বোনার সময় আমায় ডেকো না
হয়তো স্বপ্ন ভেঙ্গে যাবে আমায় ভেবে ভেবে
তোমার স্বপ্ন ভাঙ্গার গল্প আমায় বল যতনে
আমি শুনবো সহস্র লক্ষ বছর সময় সঙ্গে নিয়ে।
কেন? আমিই তোমার বন্ধু হই বলে
আমি তোমার ভালোবাসা হতে চাই না
হয়তো হারিয়ে যাব জীবন থেকে দূরে
তোমার ভালো লাগা হয়ে থাকব সাথে।
কেন তুমি আমায় অনুভব করবে বলে?
তোমার নিস্বাশে বিশ্বাশে আমায় রেখ না
নিশ্বাসটা বন্ধ হলেই মারা যাবেগো তুমি
বিশ্বাস সেটাতো হটাৎ করে ভেঙ্গে যাবে।
তোমার হিয়ার মাঝে আমায় ধরে রেখ
বাহির পানে যাব না কভু তোমায় ছেরে
তোমার রক্ত কণিকায় প্রবাহিত হব আমি
ধরণীরবুকে বেঁচে থাকার শক্তি যোগাতে।
জামাল উদ্দিন জীবন
তুমি আমার বন্ধু হবে এই জগতের মাঝে
তপ্ত রোদে ছায়া দিব আরো দিব মায়ার আঁচল
তীব্র শীতে ভালোবাসার ছোঁয়া দিব তোমায়
দিব উষ্ণ পরশ তোমার শরীর অন্তর মাঝে।
তোমার জীবন রাঙ্গাতে আমায় ডেকো না কভু
তবে ভুল হবে আমায় পাবে না তোমার কাছে
তোমার জীবন সাজাতে আমায় ডেকো বন্ধু
তুমি পাবে আমায় সারা জীবন তোমার পাশে।
তোমার স্বপ্ন বোনার সময় আমায় ডেকো না
হয়তো স্বপ্ন ভেঙ্গে যাবে আমায় ভেবে ভেবে
তোমার স্বপ্ন ভাঙ্গার গল্প আমায় বল যতনে
আমি শুনবো সহস্র লক্ষ বছর সময় সঙ্গে নিয়ে।
কেন? আমিই তোমার বন্ধু হই বলে
আমি তোমার ভালোবাসা হতে চাই না
হয়তো হারিয়ে যাব জীবন থেকে দূরে
তোমার ভালো লাগা হয়ে থাকব সাথে।
কেন তুমি আমায় অনুভব করবে বলে?
তোমার নিস্বাশে বিশ্বাশে আমায় রেখ না
নিশ্বাসটা বন্ধ হলেই মারা যাবেগো তুমি
বিশ্বাস সেটাতো হটাৎ করে ভেঙ্গে যাবে।
তোমার হিয়ার মাঝে আমায় ধরে রেখ
বাহির পানে যাব না কভু তোমায় ছেরে
তোমার রক্ত কণিকায় প্রবাহিত হব আমি
ধরণীরবুকে বেঁচে থাকার শক্তি যোগাতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৯/০৭/২০২১
-
সাইয়িদ রফিকুল হক ২৮/০৭/২০২১ভালো।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৮/০৭/২০২১বেশ
-
আলমগীর সরকার লিটন ২৮/০৭/২০২১খুব সুন্দর ভাবনাময়
খুব ভাল লাগলো