প্রেমের সন্ধি
কবিতা : প্রেমের সন্ধি
জামাল উদ্দিন জীবন
শিশির ফোঁটার স্পর্সে যেমন ফুলগুলি ফোটে
শীতল হাওয়ার ছোঁয়ায় মন সতেজ হয়ে ওঠে
তুমিও হয়ে উঠতে পারো এই মুহূর্তের সাক্ষী
মন বলে হৃদয় তোমায় করতে চায় সঙ্গী।
তোময় রাখবো ধরে যত্ন করে হৃদ মন্দিরে
হরাতে দেবো না একা একা দূরে তেপান্তরে
আপন করো সাথী জীবনের পড়ন্ত বেলাতে
অজানা সমুদ্র পারি দিবো দুজনা এক সাথে।
তোমার ছোঁয়ায় মুগ্ধতার আবেশে জড়াই
চুলের গন্ধে গালের টোলে কপালের টিপে
চোখের কাজলে কানের দুলে কাছে চাই
বুকের জমাট মাংস পিন্ডে ছোঁয়া তোমার ।
বাহুর পরশে শিহরিত হই মাদকতা ছড়ায়
সর্বঙ্গে সুখ জেগেছে নিজেকে হারাই তোমাতে
মোর ললাট পানে চুম্বন টিকা এঁকে দিয়ে
মোর হৃদয়ের মাঝে লুকিয়ে গেলে অযান্তে।
দ্বার খানি বন্ধ জানালাতে পড়লো খিল
তোমার প্রেমে মরমে মরেছি নিদ্রা হীন
দুআঁখি অপলক চেয়ে থাকে বদনে এবার
দেখবো চাঁদমুখ খানি অপেক্ষাতে তার।
জামাল উদ্দিন জীবন
শিশির ফোঁটার স্পর্সে যেমন ফুলগুলি ফোটে
শীতল হাওয়ার ছোঁয়ায় মন সতেজ হয়ে ওঠে
তুমিও হয়ে উঠতে পারো এই মুহূর্তের সাক্ষী
মন বলে হৃদয় তোমায় করতে চায় সঙ্গী।
তোময় রাখবো ধরে যত্ন করে হৃদ মন্দিরে
হরাতে দেবো না একা একা দূরে তেপান্তরে
আপন করো সাথী জীবনের পড়ন্ত বেলাতে
অজানা সমুদ্র পারি দিবো দুজনা এক সাথে।
তোমার ছোঁয়ায় মুগ্ধতার আবেশে জড়াই
চুলের গন্ধে গালের টোলে কপালের টিপে
চোখের কাজলে কানের দুলে কাছে চাই
বুকের জমাট মাংস পিন্ডে ছোঁয়া তোমার ।
বাহুর পরশে শিহরিত হই মাদকতা ছড়ায়
সর্বঙ্গে সুখ জেগেছে নিজেকে হারাই তোমাতে
মোর ললাট পানে চুম্বন টিকা এঁকে দিয়ে
মোর হৃদয়ের মাঝে লুকিয়ে গেলে অযান্তে।
দ্বার খানি বন্ধ জানালাতে পড়লো খিল
তোমার প্রেমে মরমে মরেছি নিদ্রা হীন
দুআঁখি অপলক চেয়ে থাকে বদনে এবার
দেখবো চাঁদমুখ খানি অপেক্ষাতে তার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নুর হোসেন ২৫/০৭/২০২১ভাল লাগলো।
-
ডাঃঅলোক সরকার ২৫/০৭/২০২১প্রেমের বারতা.....অতি সুন্দর।
অভিবাদন কবি। -
স্বপন রোজারিও (মাইকেল) ২৫/০৭/২০২১সুরভীসুন্দর।
-
অভিজিৎ হালদার ২৫/০৭/২০২১ভালো