স্বপ্ন যদি এমন হয়
তোমার হাত ধরে গোধুলী বিকেল
নামতে দেখেছি আলো আধারী সন্ধ্যা
শ্রাবনে আসোনি তুমি
তাই বৃষ্টিতে ভিজেছি একা
সে কথা ভিন্ন যে,
বর্ষার জল গায়ে গড়াতেই পেয়েছি
তোমার শরীরের মায়াবী গন্ধ।
রংধনুর আমন্ত্রনে
হলদে প্রজাপতি মেলেছে পাখা
শিশির তখন জমেনি পদ্ম পাতায়,
রাতের এই শহরে
জোছনা যদিও
তোমার আমার এক আকাশের নীচে
তবু আজ হারিয়েছি দুজন
অন্ধকারে দুজনের মাঝে।
স্বপ্ন যদি এমন হয়
তবে ক্ষতি কী তাতে ?
নামতে দেখেছি আলো আধারী সন্ধ্যা
শ্রাবনে আসোনি তুমি
তাই বৃষ্টিতে ভিজেছি একা
সে কথা ভিন্ন যে,
বর্ষার জল গায়ে গড়াতেই পেয়েছি
তোমার শরীরের মায়াবী গন্ধ।
রংধনুর আমন্ত্রনে
হলদে প্রজাপতি মেলেছে পাখা
শিশির তখন জমেনি পদ্ম পাতায়,
রাতের এই শহরে
জোছনা যদিও
তোমার আমার এক আকাশের নীচে
তবু আজ হারিয়েছি দুজন
অন্ধকারে দুজনের মাঝে।
স্বপ্ন যদি এমন হয়
তবে ক্ষতি কী তাতে ?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।