শীতের আগমন
দেখে এলাম ঘুরে ফিরে
একটি বছর পরে
রাতের ওই কুয়াশা গুলো
চাঁদ রেখেছে ঘিরে।
হিম হিম এই গভীর রাতে
পূর্ণ চন্দ্রিমায়
হারিয়ে যেতে ইচ্ছে করে
তারি মোহনায়।
মেঘ গুলো খেলা করে
চাঁদের চারিপাশে
তারা গুলোও মিটিমিটি
জ্বলে দূর আকাশে।
কি অপরূপ সৃষ্টি তাহার
নাইতো স্রষ্টার তুল
সৃষ্টিকূল তাই তাসবীহ পড়তে
করেনা কভু ভুল।
১৪.১০.১৬/রাত-১.৪০এএম
একটি বছর পরে
রাতের ওই কুয়াশা গুলো
চাঁদ রেখেছে ঘিরে।
হিম হিম এই গভীর রাতে
পূর্ণ চন্দ্রিমায়
হারিয়ে যেতে ইচ্ছে করে
তারি মোহনায়।
মেঘ গুলো খেলা করে
চাঁদের চারিপাশে
তারা গুলোও মিটিমিটি
জ্বলে দূর আকাশে।
কি অপরূপ সৃষ্টি তাহার
নাইতো স্রষ্টার তুল
সৃষ্টিকূল তাই তাসবীহ পড়তে
করেনা কভু ভুল।
১৪.১০.১৬/রাত-১.৪০এএম
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মানসূর আহমাদ ০৩/১২/২০১৬ভালোই... তবে কিছুটা ছন্দপতন আছে।
-
আমি-তারেক ২৪/১১/২০১৬valo..
-
মোঃ মনির হোসেন মনি ২৪/১১/২০১৬অসাধারন
-
সোলাইমান ২০/১১/২০১৬অনেক সুন্দর ছন্দরস।
-
মুহাম্মদ মনিরুজ্জামান ২০/১১/২০১৬সুন্দর!
-
অঙ্কুর মজুমদার ২০/১১/২০১৬বেশ
-
সুজিত মান্না ১৯/১১/২০১৬বেশ লাগলো।।