www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রিয় ছড়াকার সুমাইয়া বরকতউল্লাহর জন্মদিনে শুভেচ্ছা

সবার প্রিয় লেখিকা তুমি, সবাই ভালোবাসেন
পড়ে তোমার গল্প-ছড়া, পরাণ খুলে হাসেন

আছো তুমি নেটের পাতায়, সবার মনে মনে
আজকে তোমার জন্মদিনে, ফুল ফুটেছে বনে


আজ আমার প্রিয় ছড়াকারদের একজন সুমাইয়া বরকতউল্লাহ আপুর জন্মদিন। অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা প্রিয় ছড়াকারের জন্য।

জন্মদিনে হৃদয় থেকে
জানাই তোমায় শুভাশিস,
এমনি করে হাসি-গানেই
কাঁটুক সময় অহর্নিশ ।
মানবতার সেবক হয়ে
হয়ে জাতির বন্ধুবর,
মায়া মমতায় পাশেই থেকো
সারা জীবনভর ।

(ছড়াকার: আন্ নোমান)




সম্প্রতি জাতিসংঘ (ইউনিসেফ)-এর দেশব্যাপি আয়োজিত গল্পলেখা প্রতিযোগিতায় আঠার অনুর্ধ্ব গ্রুপে "মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১৩" এ প্রথম পুরস্কার গ্রহণ করছেন সুমাইয়া বরকতউল্লাহ।
বিষয়শ্রেণী: সংবাদ
ব্লগটি ২৮২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভাই সত্যি আপনার প্রশংসা না করে পারছি না। আমার জন্মদিন আসলে আমাকে এত্ত সুন্দর করে উইস করবেন?
    • জহির রহমান ১৭/০২/২০১৫
      তারিখ জানিয়ে দিয়েন, চেষ্টা করবো উইশ করতে...!
      • ১৫ নভেম্বর। অপেক্ষায় রইলাম।
  • আন্ নোমান ২৯/১১/২০১৩
    আমার লেখা ছড়াটাও আছে দেখছি । ভালো লাগলো দেখে ।
    • জহির রহমান ২৯/১১/২০১৩
      শুভেচ্ছা আন্ নোমান ভাই! আপনার মন্তব্য দেখে বেশ খুশি হয়েছি!
      শুভ কামনা আপনার জন্যেও...
  • সায়েম খান ২৭/১১/২০১৩
    জহির ভাই, সুমাইয়া কি আপনার পরিচিত?
    • জহির রহমান ২৭/১১/২০১৩
      না। নেটে পরিচয়। আমি সুমাইয়া আপুর একজন নগণ্য ফ্যান মাত্র! আপুর ছড়া আর গল্পগুলো খুব মনোযোগ দিয়ে পড়ি। আমি বেশ উপভোগ করি।
  • ডিবি ভাইয়া, আমি অবাক!!
    সত্যি আমি অবাক হয়ে গেছি!
    শুধু অবাক নই; অনেক ভালো লেগেছে আমার। বান্ধবীদের দেখেলাম ডিবি ভাইয়ার কাণ্ড। ওরাও খুশিতে আটখান।
    আমাকে যে ভাইয়ারা অনেেক আদর করেন স্নেহ করেন এটা তো তারই প্রমাণ।
    ভাইয়া আপনাকে ও ব্লগের সবাইকে অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন।
    • জহির রহমান ২৬/১১/২০১৩
      আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপু। সব সময় লিখে যান, সত্যের পক্ষে। সুন্দর সুন্দর ছড়া কবিতা আমাদের উপহার দেন আমাদের- এই কামনা করছি।
      মহান আল্লাহর দরবারে আপনার দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি। (আমিন)
    • জহির রহমান ২৬/১১/২০১৩
      আপু, আপনার মুখে ডিবি শুনেনা আমার কেমন কেমন যেন লাগছে। এক সময় চাইতাম ডিবি সদস্য হবো- কিন্তু যে কারণেই হোক সে স্বপ্নকে স্বপ্নই রেখে দিছি।
      আপনাকে ডিবি বুঝাচ্ছি- আশা করি বুঝবেন খুব সহজেই। এমনও হতে পারে আমার পাগলামীতে মজাও পাবেন।
      d দিয়ে ডান b দিয়ে বাম কান earphone সহ/ছাড়া উভয়টাই ধরে নিতে পারেন। d( " .. ' )b '( )' ব্র্যাকেট দিয়ে মুখমন্ডল বুঝানো হয়েছে। " দ্বারা খোলা চোখ আর ' দ্বারা চোখ মারা/চোখ টিপ দেওয়া বুঝানো হয়েছে। আর .. দিয়ে নাক বুঝানো হয়েছে। সবমিলিয়ে পুরোটা একটা মানুষের Face আঁকার চেষ্টা করা হয়েছে।
  • ইসমাত ইয়াসমিন ২৫/১১/২০১৩
    Happy Birthday..Many many happy returns of the day.
  • জি,মাওলা ২৫/১১/২০১৩
    শুভ জন্ম দিন
  • Înšigniã Āvî ২৫/১১/২০১৩
    অনেক শুভেচ্ছা জানাই
  • প্রবাসী পাঠক ২৫/১১/২০১৩
    সুমাইয়া বরকতউল্লাহ এর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
  • সহিদুল হক ২৫/১১/২০১৩
    many many happy returns of the day !
 
Quantcast