মা আমার ভালোবাসা
মা যে আমার ভালোবাসা
মা যে আমার প্রাণ
মায়ের প্রতি রইল আমার
হাজারো সালাম।
আমি যখন বাইরে থাকি
মা থাকে পথ চেয়ে
মা যে অনেক সুখি হয়
ফিরলে আমি ঘরে।
আমি যখন সফল হই
মা হয় খুব খুশি
মায়ের দোয়া সাথেই থাকে
এই যে আমার পুঁজি।
আমার যখন অসুখ করে
মা থাকে পাশে বসে
রাত জেগে মা পাহারা দেয়
ঘুম রাখেনা চোখে।
মায়ের কাছে শিখেছি আমি
প্রথম বর্ণমালা
মা যে আমার অমূল্য ধন
হিরা-মতির মালা।
মায়ের দামী ভালোবাসা
ভুলিবার নয় কভু
মাকে তুমি ভালো রেখো
ওগো মোর প্রভূ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৭/০২/২০১৫মাকে নিয়ে লেখা আপনার কবিতা সত্যি অনেক ভালো লাগলো।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৯/১০/২০১৩অসম্ভব ভালো লাগলো মাকে নিয়ে আপনার কবিতা।
-
শোয়েব আহম্মদ শাহীন। ২৯/১০/২০১৩খুব ভাল হয়েছে।কবি কে ধন্যবাদ, এগিয়ে যান।
-
রাখাল ২৯/১০/২০১৩মায়ের জন্য ভালবাসার বহিঃপ্রকাশ। চমৎকার!
-
আরজু নাসরিন পনি ২৮/১০/২০১৩খুব ব্যস্ততা থাকায় পোস্ট দিয়েই ভেগে যাচ্ছি দুদিন ধরে...মায়ের পোস্ট দেখে না পড়ে থাকতে পারলাম না ।
সুন্দর কবিতার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই প্রিয় জহির । -
আহমাদ সাজিদ ২৮/১০/২০১৩মা আমার মা
মাকে ছাড়া বাঁচি না
মা আমার সব
আমার ভুবন।
খুব সুন্দর হয়েছে