নিজকে বিশ্রাম দিন
যান্ত্রিক জীবনের সাথে তাল মিলাতে গিয়ে নিজেদের ২৪ ঘন্টা, সপ্তাহে সাত দিন আর বছরে ৩৬৫ দিন ব্যস্ত রাখলে আপনিও যান্ত্রিক হয়ে পড়বেন। আপনার শরীর কোন প্রকৌশলীর তৈরি করা যন্ত্র নয় যে, বিরামহীনভাবে চলতে থাকবে। বলা হয়ে থাকে মৌমাছিরা পরিশ্রমী। কিন্তু সূর্যাস্তের পর মৌমাছিরাও ভোঁ ভোঁ করা বন্ধ করে। কিছুদিন আগেও যখন বিদ্যুৎ আবিস্কার হয়নি তখন মানুষ দিনের আলোতে সব কাজ শেষ করে রাত্রকে রিজার্ভ করে রাখত বিশ্রামের জন্য। কৃত্রিম আলোয় উদ্ভাবনের পর মানুষ সূর্যোদয় আর সূর্যাস্তের সময় আর মনে রাখে না। মানুষ এটাও জানে না এই ব্যস্ততার শেষ কোথায়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৭/০২/২০১৫টেনশন, টেনশন কবে হবে পেনশন............
-
আরজু নাসরিন পনি ০১/১১/২০১৩হ্যাঁ, বিশ্রামের প্রয়োজনীয়তা অনুভব করছি খুব ।
পরামর্শের জন্যে অনেক ধন্যবাদ, জহির ।। -
রাখাল ৩১/১০/২০১৩হুম
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ৩১/১০/২০১৩চমৎকার একটি পোস্ট।