শৈশবের বিশ্বাস
শৈশব ছিল মজার। সে সময়ের বিশ্বাস গুলোও ছিল অন্যরকম। মজারও বটে! সে সময়ের কিছু বিশ্বাস আর প্রচলিত কথা গুলো উপস্থাপন করছি সবার সাথে। আশা করি পাঠকও কিছু সময়ের জন্য অতীত থেকে ঘুরে আসবেন।
১. পৃথিবীতে দুইটা দেশ আছে, একটা বাংলাদেশ আরেকটা বিদেশ।
২. বিয়ে করলে বাচ্চা হয়, না করলে হয় না।
৩. বাচ্চা দোকান থেকে কিনে আনে।
৪. কোন ফলের বিচি খেলে পেটে সেই ফলের গাছ হয়।
৫. কারো মাথার সাথে যদি নিজের মাথায় গুঁতা খায় তবে সাথে সাথে আরেকটি গুঁতা দিতে হয়, নইলে মাথায় শিং গজায়।
৬. এক গালে থাপ্পড় খেলে বিয়ে হয় না, এজন্য অন্য গালেও থাপ্পড় খেতে হয়।
৭. যে যত ভালো ছাত্র তার রোল তত কম!
৮. সাড়ে বারটার পর সাড়ে একটা, সাড়ে দুইটা বাজে। দেড়টা, আড়াইটা বলে কিছু নেই।
৯. “ইতিহাসের পাতায় তার কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে”। ভাবতাম ইতিহাস একটা বই, আর সে বইয়ে অনেক পাতা। যারা ভালো কাজ করে তাদের নাম সেই বইয়ের পাতায় পাতায় স্বর্ণ দিয়ে লেখা হয়।
১০. কোনো হাতের আঙ্গুল দিয়ে কবর দেখাইলে ৫ আঙ্গুলে এক সঙ্গে কামড় দিতে হয়, নইল মুর্দা রাতের বেলা ঠ্যাং ধরে টেনে নিয়ে যায়।
১১. ডান হাতের তালু চুলকালে টাকা আসবে।
১২. ভাত খাওয়ার মাঝখানে ভিন খেলে কেউ আপনাকে নিয়ে আলোচনা করছে।
১৩. রোদ ও বৃষ্টি একত্রে হলে খেঁকশিয়ালের বিয়ে হচ্ছে।
১৪. জোড় শালিক দেখলে ভাগ্য ভালো এবং বেজোড় শালিক দেখলে ভাগ্য খারাপ।
১৫. সকালে ঝাড়– দেখা ভাল না।
১৬. নাটক-সিনেমাতে নায়ক নায়িকারা নিজের গলায় গান গায়।
১৭. ধারণা ছিল মানুষ বিয়ে করলে মরে যায়। মানুষ বড় হয়ে মারা যায়।
১৮. টিভিতে মানুষ টিভির পেছন দিয়ে ঢুকে।
১৯. টিভি দেখার সময় টিভির ভেতরের মানুষ আমাদের দেখতে পায়।
২০. টিভিতে কাউকে মরতে দেখলে ভাবতাম লোকটি সত্যি সত্যি মারা গেছে।
২১. রেডিওর মধ্যে মানুষ থাকে তারা গান গায়, কথা বলে। তবে কীভাবে রেডিওর মধ্যে ঢোকে আর অত ছোট জায়গায় থাকে সেটা বুঝতাম না।
২২. এক নালা ভাত খেলে পানিতে পড়ে মারা যায়।
২৩. কুকুর-বিড়ালের হাগু পায়ের নিচে পড়লে পুকরে সাতটা ডুব দেয়া লাগে। গোসলের আগে অন্য কাউকে ছুঁয়ে দিলে সেও ৭টি ডুব দিতে হয়।
২৪. দুধ খাওয়ার পর আনারস খেলে মানুষ মারা যায়।
২৫. লাল পিঁপড়া হিন্দু আর কালো পিঁপড়া মুসলমান।
২৬. আরেকটু উপরে উঠলেই আকাশ ছুঁতে পারবো।
২৭. আকাশের কাছে গেলে আকাশ আরো দূরে যায়।
২৮. আকাশে অনেক গুলো পানির কল আছে যেগুলো ছেড়ে দিলে বৃষ্টি হয়।
২৯. কেউ শুয়ে থাকলে তার উপর দিয়ে ডিঙ্গিয়ে গেলে সে আর বড় হবে না, তাই উল্টো করে ডিঙ্গাতে হবে।
৩০. দাঁত ইঁদুরের গর্তে ফেললে ইঁদুরের মত শক্ত ও চিকন দাঁত হয়।
৩১. বালিশের উপরে বসলে কঠিন রোগ হয়।
৩২. ময়ূরের পেখম বইয়ের ভেতরে রাখলে পেখম বাচ্চা দেয়।
৩৩. পোকাওয়ালা ফল খাইলে সাঁতার শিখা যায়।
৩৪. পরীক্ষার আগে ডিম খেলে পরীক্ষায় ডিম পায়/ফেল করে/পরীক্ষা খারাপ হয়।
৩৫. ছোটকালে মুনাজাত পড়ার পর মুনাজাত করার সময় দুই হাতের মাঝে অনেকখানি ফাঁক রাখতাম যাতে করে আল্লাহর কাছে যা চাই তা বেশি করে পাই।
৩৬. গায়ে মাকড়সা উঠলে মাকড়সার রংয়ের মত রঙ্গিন জামা পাওয়া যায়।
৩৭. কুটুম পাখি ডাকলে বাসায় মেহমান আসবে।
৩৮. প্যাঁচার ডাক অশুভ।
৩৯. জোড় কলা খেলে জোড় বাচ্চা হয়।
১. পৃথিবীতে দুইটা দেশ আছে, একটা বাংলাদেশ আরেকটা বিদেশ।
২. বিয়ে করলে বাচ্চা হয়, না করলে হয় না।
৩. বাচ্চা দোকান থেকে কিনে আনে।
৪. কোন ফলের বিচি খেলে পেটে সেই ফলের গাছ হয়।
৫. কারো মাথার সাথে যদি নিজের মাথায় গুঁতা খায় তবে সাথে সাথে আরেকটি গুঁতা দিতে হয়, নইলে মাথায় শিং গজায়।
৬. এক গালে থাপ্পড় খেলে বিয়ে হয় না, এজন্য অন্য গালেও থাপ্পড় খেতে হয়।
৭. যে যত ভালো ছাত্র তার রোল তত কম!
৮. সাড়ে বারটার পর সাড়ে একটা, সাড়ে দুইটা বাজে। দেড়টা, আড়াইটা বলে কিছু নেই।
৯. “ইতিহাসের পাতায় তার কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে”। ভাবতাম ইতিহাস একটা বই, আর সে বইয়ে অনেক পাতা। যারা ভালো কাজ করে তাদের নাম সেই বইয়ের পাতায় পাতায় স্বর্ণ দিয়ে লেখা হয়।
১০. কোনো হাতের আঙ্গুল দিয়ে কবর দেখাইলে ৫ আঙ্গুলে এক সঙ্গে কামড় দিতে হয়, নইল মুর্দা রাতের বেলা ঠ্যাং ধরে টেনে নিয়ে যায়।
১১. ডান হাতের তালু চুলকালে টাকা আসবে।
১২. ভাত খাওয়ার মাঝখানে ভিন খেলে কেউ আপনাকে নিয়ে আলোচনা করছে।
১৩. রোদ ও বৃষ্টি একত্রে হলে খেঁকশিয়ালের বিয়ে হচ্ছে।
১৪. জোড় শালিক দেখলে ভাগ্য ভালো এবং বেজোড় শালিক দেখলে ভাগ্য খারাপ।
১৫. সকালে ঝাড়– দেখা ভাল না।
১৬. নাটক-সিনেমাতে নায়ক নায়িকারা নিজের গলায় গান গায়।
১৭. ধারণা ছিল মানুষ বিয়ে করলে মরে যায়। মানুষ বড় হয়ে মারা যায়।
১৮. টিভিতে মানুষ টিভির পেছন দিয়ে ঢুকে।
১৯. টিভি দেখার সময় টিভির ভেতরের মানুষ আমাদের দেখতে পায়।
২০. টিভিতে কাউকে মরতে দেখলে ভাবতাম লোকটি সত্যি সত্যি মারা গেছে।
২১. রেডিওর মধ্যে মানুষ থাকে তারা গান গায়, কথা বলে। তবে কীভাবে রেডিওর মধ্যে ঢোকে আর অত ছোট জায়গায় থাকে সেটা বুঝতাম না।
২২. এক নালা ভাত খেলে পানিতে পড়ে মারা যায়।
২৩. কুকুর-বিড়ালের হাগু পায়ের নিচে পড়লে পুকরে সাতটা ডুব দেয়া লাগে। গোসলের আগে অন্য কাউকে ছুঁয়ে দিলে সেও ৭টি ডুব দিতে হয়।
২৪. দুধ খাওয়ার পর আনারস খেলে মানুষ মারা যায়।
২৫. লাল পিঁপড়া হিন্দু আর কালো পিঁপড়া মুসলমান।
২৬. আরেকটু উপরে উঠলেই আকাশ ছুঁতে পারবো।
২৭. আকাশের কাছে গেলে আকাশ আরো দূরে যায়।
২৮. আকাশে অনেক গুলো পানির কল আছে যেগুলো ছেড়ে দিলে বৃষ্টি হয়।
২৯. কেউ শুয়ে থাকলে তার উপর দিয়ে ডিঙ্গিয়ে গেলে সে আর বড় হবে না, তাই উল্টো করে ডিঙ্গাতে হবে।
৩০. দাঁত ইঁদুরের গর্তে ফেললে ইঁদুরের মত শক্ত ও চিকন দাঁত হয়।
৩১. বালিশের উপরে বসলে কঠিন রোগ হয়।
৩২. ময়ূরের পেখম বইয়ের ভেতরে রাখলে পেখম বাচ্চা দেয়।
৩৩. পোকাওয়ালা ফল খাইলে সাঁতার শিখা যায়।
৩৪. পরীক্ষার আগে ডিম খেলে পরীক্ষায় ডিম পায়/ফেল করে/পরীক্ষা খারাপ হয়।
৩৫. ছোটকালে মুনাজাত পড়ার পর মুনাজাত করার সময় দুই হাতের মাঝে অনেকখানি ফাঁক রাখতাম যাতে করে আল্লাহর কাছে যা চাই তা বেশি করে পাই।
৩৬. গায়ে মাকড়সা উঠলে মাকড়সার রংয়ের মত রঙ্গিন জামা পাওয়া যায়।
৩৭. কুটুম পাখি ডাকলে বাসায় মেহমান আসবে।
৩৮. প্যাঁচার ডাক অশুভ।
৩৯. জোড় কলা খেলে জোড় বাচ্চা হয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৫/০৭/২০১৮মজা পেলাম।শৈশবটা একটু অন্যরকমই হয়।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৪/০৭/২০১৮চমৎকার শব্দের গাঁথুনিতে মনোরম ভাবে সজ্জিত করেছেন কবি।
অসাধারণ লেগেছে । পাঠে মুগ্ধ হয়েছে অন্তর।
হাজার গোলাপের শুভেচ্ছা ও ভালবাসা জানাই।
সুখে শান্তিতে থাকুন। সঙ্গে রাখুন। ধন্যবাদ,,,,,,,,,,,,