www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গুরু সম্ভাষণ

প্রায় বছর দু'য়েক আগের কথা। এক বাসায় গেলাম একজনের সাথে দেখা করতে। টেবিলের উপরে বই খাতার সাথে একটা ডায়রী দেখলাম। ডায়রীটা হাতে নিয়ে বুঝলাম ডায়রীটা যার সাথে দেখা করতে আসছি তার ছোট ভাইয়ের। ডায়রীটা দেখার জন্য প্রথম পৃষ্ঠা উল্টালাম। সেখানে লেখা- "অনুমতি ব্যতিত কারো ব্যক্তিগত ডায়রী পড়া ঠিক না।"। কথাটাকে আমলে না নিয়ে পরের পৃষ্ঠা উল্টালাম। দেখলাম সেখানে লেখা- "বললাম অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত ডায়রী পড়া ঠিক না। শুনলেন না। কি আর করা। পরের পাতায় যান।" পরের পৃষ্ঠা উল্টানোর পর সেখানে লেখা দেখলাম- "সম্মানিত মহোদয়, সত্যিই আমি দুঃখিত এ পৃষ্ঠায় কিছু না লিখতে পেরে। এজন্য আপনি চাইলে ডায়রীটা বন্ধ করে নিতে পারেন নয়তো পরের পৃষ্ঠা উল্টাতে পারেন। তবে আর না উল্টালেই মনে হয় ভালো করবেন।" বাঙালি নিষিদ্ধ কাজে আগ্রহী বেশি। এজন্যই আমি তার নিষেধাজ্ঞা না শুনে অনেকটা আগ্রহ নিয়ে আরেকটা পৃষ্ঠা উল্টালাম। পৃষ্ঠার উপরের বড় বড় হস্তাক্ষরে লেখা "গুরু সম্ভাষণ"। লেখাটা পড়ার প্রতি আগ্রহটা বেড়ে গেল। পড়া শুরু করলাম- "বেয়াদব! আমার ডায়রী পড়তে চাস? তোর সাহসতো কম না! অনুমতি নিছস? জানসনা কারো ব্যক্তিগত কিছু দেখতে, পড়তে কিংবা ব্যবহার করতে অনুমতির প্রয়োজন হয়? অনুমতি ছাড়া পড়িস না। পড়তে চাইলে অনুমতি নে। প্রয়োজনে নিচের 01********* নাম্বারে যোগাযোগ কর।"
এই পর্যন্ত পড়ার পর আমার জিদটা অনেকটা বেড়ে গেছে অনুমতি ছাড়াই পরবর্তী পৃষ্ঠা গুলো দেখার জন্য। এই লেখাটাতো শেষ করা দরকার ভেবে শেষ কথাগুলো পড়লাম। "আর পৃষ্ঠা উল্টাস না। নরকে যাবি নাকি?"
আমি আস্তে করে ডায়রীটা বন্ধ করে ঠিকমত রেখে দিলাম। আর উল্টানোর সাহস পাইনি।
এজন্য এখন কারো কিছু ব্যবহার করতে বা দেখতে একটু অনুমতি নিয়েই তারপর দেখি বা ব্যবহার করি। :)
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ৮৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হাহাহাহহা। দারুন তো। মজা পেলাম।
  • রোদের ছায়া ১৯/১১/২০১৩
    মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন , কৌতুকের মতো লাগলো যদিও । একটা কাজ করতে পারতেন , দাইরির দুই একটা পাতার ছবি তুলে আনতে পারতেন তাহলে বিষয়টা আরও মজার হত।
  • সহিদুল হক ১৩/১১/২০১৩
    পড়লাম দারুন মজার অভিজ্ঞতা।
    শুভ কামনা!
  • রাখাল ১৩/১১/২০১৩
    সবই বুঝলাম, এখানে মন্তব্য করতে গেলেও কি অনুমোদন লাগবে?
  • প্রবাসী পাঠক ১২/১১/২০১৩
    হা হা হা ......... দারুণ মজার একটি অভিজ্ঞতা । ডাইরিটা যার উনি সত্যিই জিনিয়াস। তবে ভাই আপনি এত সহজে হাল না ছাড়লেও পারতেন। আরও দু একটা পাতা দেখতে পারতেন। কারন কবি বলে গেছেন - যেখানে দেখিবে ছাই .......................................
  • ইসমাত ইয়াসমিন ১২/১১/২০১৩
    হা হা হা ...মজা পেলাম, আসলেই কারো জিনিস না শুনে দেখা বা ব্যবহার করা ঠিকনা,শিশুদেরকে ও ছোটবেলা থেকে এটা শেখানো উচিত। তবে ডায়রির মালিক কিন্তু জিনিয়াস।
    • জহির রহমান ১২/১১/২০১৩
      বলতে হবে আপু, আসলেই জিনিয়াস। মেধাবী স্টুডেন্ট। আসলে সত্যি কথা বলতে কি আমি এ অবস্থার জন্য প্রস্তুত ছিলাম না। ভাগ্যিস কেউ আমার অবস্থাটা দেখেনি, কারণ তখন আমি একাই ছিলাম। পরে এটা নিয়ে অনেক হাসাহাসি করছি। :P
 
Quantcast