যা দেখে চলেছি ।। দুই ।। বন্ধু - ভালোবাসা
ঘটনা - একঃ
অপুঃ কিরে কেমন আছিস?
অমিঃ আছি।
অপুঃ তুই যে আছিস তাতো আমিও জানি। কেমন আছিস তাই বল।
অমিঃ এইতো যেমন থাকার। তোর কি অবস্থা?
অপুঃ আমার অবস্থা বাদ দে, তোর মন খারাপ কেন তাই বল।
অমিঃ কই নাতো! আমি ঠিকাছি।
অপুঃ কিন্তু একবারোতো বলোনি ভালো আছো নয়তো কিছু? (একটু থেমে) তুই কোথায় এখন?
অমিঃ আছি ছাদে।
অপুঃ আচ্ছা বলতে চাসনা কেন মন খারাপ?
অমিঃ আমি ভালো আছি।
অপুঃ ভালো আছো কিন্তু মনতো খারাপ। আচ্ছা তুই ওখানেই থাক, আমি আসতেছি। সর্বোচ্ছ ১৫ মিনিট লাগবে। (যদিও সে আধা ঘন্টায়ও পৌঁছাতে পারবেনা পথের দুরুত্বের কারণে।
ঘটনা - দুইঃ
অপিঃ কেমন আছো?
অমিঃ আছি।
অপিঃ কি করছো?
অমিঃ বসে আছি।
অপিঃ কোথায়? রুমে নাকি ছাদে?
অমিঃ ছাদে।
অপিঃ তাইলে I miss you.
অমিঃ ও।
অপিঃ আমরা পারিবারিক ভাবে রেজিষ্ট্রি করবো ফেব্রুয়ারির মধ্যে। তারপর আমার ফাইনাল পরীক্ষার পর রেজাল্ট বের হওয়ার আগে আমার ঠিকানায় চলে যাবো। তোমার মতামত কি?
অমিঃ থাক না এখন এসব।
অপিঃ তোমার কি মন খারাপ?
অমিঃ আমি ঠিকাছি।
অপিঃ না ঠিক নাই।
অমিঃ আমি ঠিকাছি।
অপিঃ না ঠিক নাই।
অমিঃ বাদ দাওনা topic টা।
অপিঃ Oky, তাইলে bye।
অমিঃ আর কিছু বলবানা?
অপিঃ তুমিইতো বলতে চাচ্ছোনা।
অমিঃ শুধুমাত্র যদি মন খারাপের জন্য bye বলতে চাচ্ছো তবে bye। তবে আমি তোমার প্রতিটি প্রশ্নের জবাব দিছি।
অপিঃ না, দিচ্ছেনা।
অমিঃ আচ্ছা- আমি তোমার কি হই?
অপিঃ আমার ভালোবাসা। আমার হবু Husband.
অমিঃ আর তুমি আমার কি হও?
অপিঃ তোমার ভালোবাসা। তোমার হবু wife.
অমিঃ ওকে, এখন বলো- আমার যদি মন খারাপ থাকে তখন কে আমার পাশে থাকা উচিত?
অপিঃ আমি।
অমিঃ ওকে, আমি এখন ফোন রাখছি। তোমার সাথে পরে কথা বলবো।
ঘটনা - তিনঃ
অমিঃ হ্যালো।
ঐশিঃ এখনো কি তোমার মন খারাপ?
অমিঃ এইতো আছি।
ঐশিঃ আচ্ছা, কি হয়েছে তোমার আমাকে একটু বলতো।
অমিঃ আমি বলতে পারবোনা আমার কি হয়েছে।
ঐশিঃ এটা কোন কথা বললা তুমি বলতে পারবোনা তোমার কি হয়েছে?
অমিঃ সত্যি বলছি আমি বলতে পারবোনা আমার কি হয়েছে।
ঐশিঃ ফেসবুকে দীর্ঘ মেসেজ করলা। আমি ঠিকমতো কিছু বুঝিনি। মেসেজ করেই তুমি অফলাইনে চলে গেছো। আমি কিছু জিজ্ঞেসও করতে পারিনি।
অমিঃ ফেসবুকে থাকতে মন টানেনি।
ঐশিঃ অপির সাথে কিছু হয়নিতো?
অমিঃ না।
ঐশিঃ অন্য কারো সাথে?
অমিঃ না।
ঐশিঃ বাসার কারো সাথে?
অমিঃ না।
ঐশিঃ তবে কি হয়েছে আমাকে একটু বলবা? দোস্ত! তোমার মন খারাপ থাকলে কি আমার ভালো লাগে বল?
অমিঃ তুমি আমার জন্য শুধু শুধু মন খারাপ করো কেন? কেন খামোখা কষ্ট পাও?
ঐশিঃ তবে তোমার এই দোস্তের মন খারাপ থাকলে তুমি কষ্ট পাও কেন?
অমিঃ জানিনা।
ঐশিঃ আচ্ছা দোস্ত বলোনা please তোমার মন খারাপ কেন?
অমিঃ সত্যি, বিশ্বাস করো আমি বলতে পারবো না।
ঐশিঃ তুমি বলতে চাচ্ছোনা?
অমিঃ বিশ্বাস করো আমি জানিনা কেন মন খারাপ হয়ে গেছে।
ঐশিঃ শুধু শুধু কারো মন খারাপ হয়? আর মন খারাপ হলে কারো এত দীর্ঘ সময় মন খারাপ থাকে? (একটু জিরিয়ে)
অমিঃ কি বলো, আমি নিজেইতো বুঝতেছিনা। আমার প্রায়ই এরকম কোন কারণ ছাড়া মন খারাপ হয়।
ঐশিঃ কোন কারণ ছাড়া তোমার মন খারাপ হয়, আমি তোমাকে কত দিন ধরে জানি? তুমি বলবা কি না তাই বলো?
অমিঃ আমি তোমাকে কি করে বুঝাবো আমার কিছু হয়নি।
ঐশিঃ তুমি তোমার মত করে বুঝাও।
অমিঃ আমিতো আমার মত করেই বুঝানোর চেষ্টা করছি। কিন্তু তুমিইতো বুঝতেছোনা।
ঐশিঃ ওকে, তাইলে তুমি থাকো। আমি ফোন রাখছি।
দুই মিনিট পর।
ঐশিঃ তুমি সত্যি জানোনা তোমার মন কেন খারাপ?
অমিঃ বিশ্বাস করো আমি জানিনা। সত্যি বলছি।
ঐশিঃ দেখো, আমি চাইলেই তোমার কাছে আসতে পারবোনা। তাই এভাবেই জানতে চাচ্ছি। প্লিজ আমাকে বলো। তুমি কষ্টে থাকলে কি আমি ভালো থাকতে পারি?
অমিঃ সত্যি বলছি আমি জানিনা। ঔষধ খাওয়ার পর প্রচন্ড ঘুম আসছিল। আসর নামায পড়ে একটু ঘুমাইছি। ঘুম থেকে উঠে গেছি মাগরীবের আগেই। সেই থেকে মন খারাপ। ঘুমের মধ্যে কিছু দেখছি কিনা তাও মনে করতে পারছিনা। অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করছি একটু কান্না করার, কিন্তু তাও কাঁদতেও পারছিনা। একটু কাঁদতে পারলে মনে হয় কষ্টটা একটু হালকা হয়ে যেতো।
ঐশিঃ এখন আমি তোমার জন্য কি করতে পারি বলো?
অমিঃ কিছু করতে হবে না। আমি তোমাকে মেসেজ করেছি যেন আমাকে কিছু জিজ্ঞেস না করো। কিন্তু আমি মন থেকে চাইছিলাম তুমি ফোন করো।
ঐশিঃ তুমি নিষেধ করাতে আমি এতক্ষণ পর্যন্ত তোমাকে ফোন করিনি। কিন্তু আর পারছিলাম না বলেই...
অমিঃ আমার মন অনেকটা ভালো হয়ে গেছে।
ঐশিঃ মিথ্যা বলবানা।
অমিঃ সত্যি বলছি। বিশ্বাস করো, আমি মিথ্যা বলছিনা। আমার মন ভালো হয়ে গেছে কারণ- আমার গাল বেয়ে অশ্রু জড়িয়ে পড়ছে।
ঐশিঃ আমি তোমাকে কাঁদাচ্ছি না?
অমিঃ না বিশ্বাস করো- এ অশ্রু কান্নার নয়, আনন্দের। আর এই কান্না কষ্টের কান্না নয় আনন্দের কান্না। তুমি আমায় এত ভালোবাসো?
ঐশিঃ সত্যি তোমার কষ্ট কমছে?
অমিঃ হ্যাঁ।
ঐশিঃ ভালো। ঘুমাবে কখন?
অমিঃ এইতো এখনি শুয়ে পড়বো।
ঐশিঃ ওকে। তাইলে তুমি ঘুমাও।
অমিঃ আচ্ছা।
ঐশিঃ আল্লাহ হাফেজ।
অমিঃ আল্লাহ হাফেজ।
"বন্ধুরা সব সময় এমনই হয়। বন্ধুর ভালোর জন্য তাদের চেষ্টার কমতি থাকেনা। "
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৭/০২/২০১৫বন্ধুত্বে সবাই এক। ভালো লাগলো।
-
ফাহমিদা ফাম্মী ০৭/১১/২০১৩হয়ত ...।
-
দাদা মুহাইমিন চৌধূরী ০৭/১১/২০১৩একদম খাঁটি। অভিজ্ঞতা ছাড়া লেখা সম্ভব না। অসধারন হয়েছে
-
אולי כולנו טועים ০৬/১১/২০১৩বেশ সুন্দর !
তিনটি ঘটনাই মন ছুয়ে গেল, দারুন লেখনী ll -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৬/১১/২০১৩ওয়াও দারুণ হয়েছে।চমৎকার।
-
suman ০৬/১১/২০১৩একটা মিষ্টি গল্প ...বন্ধুত্বের গল্প ...