যদি বলি
যদি বলি.......
বনের পাখি হতাম,
দিতে কি প্রেম সংগীত শুনাতে?
যদি বলি.......
মাতাল হাওয়া হতাম,
দিতে কি আদরে ভাসিয়ে দিতে?
যদি বলি.......
হতাম চাঁদ,দিতে কি
জ্যোৎস্না ভরা রাত হতে?
যদি বলি.......
হতাম তোমার হাতের চুড়ি,
দিতে কি তোমার হাত ধরি বাজিতে?
যদি বলি.......
হতাম তোমার পায়েরও নুপুর,
দিতে কি তালে তালে বাজিতে?
যদি বলি.......
হতাম তোমার বাগারেন ফুল,
দিতে কি তোমার মেঘ কালো চুল সাজাতে?
যদি বলি.......
হতাম তোমার নাকের নোলক,
দিতে কি প্রান ভরে
দেখিতে তোমার চোঁখেরও ঝলক?
বনের পাখি হতাম,
দিতে কি প্রেম সংগীত শুনাতে?
যদি বলি.......
মাতাল হাওয়া হতাম,
দিতে কি আদরে ভাসিয়ে দিতে?
যদি বলি.......
হতাম চাঁদ,দিতে কি
জ্যোৎস্না ভরা রাত হতে?
যদি বলি.......
হতাম তোমার হাতের চুড়ি,
দিতে কি তোমার হাত ধরি বাজিতে?
যদি বলি.......
হতাম তোমার পায়েরও নুপুর,
দিতে কি তালে তালে বাজিতে?
যদি বলি.......
হতাম তোমার বাগারেন ফুল,
দিতে কি তোমার মেঘ কালো চুল সাজাতে?
যদি বলি.......
হতাম তোমার নাকের নোলক,
দিতে কি প্রান ভরে
দেখিতে তোমার চোঁখেরও ঝলক?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১৫/০২/২০১৮খুব সুন্দর ...
-
মো : আবুল হোসেন ১৫/০২/২০১৮অনেক ভালো লেগেছে। ধন্যবাদ কবিকে।
-
কামরুজ্জামান সাদ ১৫/০২/২০১৮আগেরটার চাইতে ভাল হয়েছে।নিঃসন্দেহে ভাল লিখে থাকেন।আরো ভাল পাঠক হিশেবে আশা করতেই পারি।
-
মধু মঙ্গল সিনহা ১৫/০২/২০১৮গুছানো লেখা-ধন্যবাদ প্রিয় কবি.....
-
Shafi md Omar Faruq ১৪/০২/২০১৮বসন্তের উৎসবে কবিকে স্বাগতম। বেশ সুন্দর লিখনি।
-
রেজাউল রেজা (নীরব কবি) ১৪/০২/২০১৮Nice!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৪/০২/২০১৮সুন্দর।