প্রথম চিঠি
প্রথম যেদিন দেখি তোমায়,
তুমি ছিলে প্রাইভেট রিক্সাতে।
অনেক কষ্টেসৃষ্টে তোমার
পিছু পিছু ছুটলাম।
বল! আমি কি আর পারি
তোমার যে রিক্সা প্রাইভেট।
তার গতি সে তো
হারমানায় হুন্দাইর গতিকেও।
তারপরও ছুটে চলা,
একদিন তুমি আমি
মুখোমুখি কোন এক প্রাইভেটটিউটরে।
তোমায় দেখে কতশত কবিতা
তার কি আর কোন শেষ।
তোমায় প্রথম দেখে যে ভালোলাগা,
তা পারিনি করতে প্রকাশ মুখে।
তাই তো দিলাম চিঠিতে
তোমায় আমার মনের সব অগোছালো ভাষা
সে আমার প্রথম চিঠি।
তুমি ছিলে প্রাইভেট রিক্সাতে।
অনেক কষ্টেসৃষ্টে তোমার
পিছু পিছু ছুটলাম।
বল! আমি কি আর পারি
তোমার যে রিক্সা প্রাইভেট।
তার গতি সে তো
হারমানায় হুন্দাইর গতিকেও।
তারপরও ছুটে চলা,
একদিন তুমি আমি
মুখোমুখি কোন এক প্রাইভেটটিউটরে।
তোমায় দেখে কতশত কবিতা
তার কি আর কোন শেষ।
তোমায় প্রথম দেখে যে ভালোলাগা,
তা পারিনি করতে প্রকাশ মুখে।
তাই তো দিলাম চিঠিতে
তোমায় আমার মনের সব অগোছালো ভাষা
সে আমার প্রথম চিঠি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৯/০২/২০১৮ভাল
-
পি পি আলী আকবর ০৯/০২/২০১৮ভালো
-
সাঁঝের তারা ০৯/০২/২০১৮ভালো