নারী
এই সেই নারী,
যে আমায় কোন শর্ত ছাড়া
তার জিবনের ৮টি বছর,
দিল আমায় উজাড় করে।
এই সময় টাতে
তাকে আমি করেছি,
অনেক আঘাত, তবুও কমেনি ভালবাসাটা।
এই সেই নারী,
যে আমার জন্য করেছে যুদ্ধ।
তার বাবা-মা পরিবারের সাথে,
তবুও কখনো আমাকে করেনি ছোট।
কিন্তু আমি তাকে করেছি।
কিন্তু ভালবাসাটা কমেনি।
নিজেকে হারিছে অনেক বার,
আবার খুজেও পেয়েছি।
এই সেই নারী,
যাকে আমি মন উজাড় করে ভালবাসি,
তাকে অনেক বেশি ভালবাসি।
তাকে ভালবেসে,
কবিতাতে নিজেকে হারিয়েছি।
ভালবাসাটা প্রতিদিন পেয়েছে নতুন মাত্রা।
আজ এসেছে সময়,
তাকে তার পূর্ণ মর্যাদাতে
আপন করে আমার আপন ভুবনে আনার।
তাকে তার পাপ্য
সম্মানের স্থানে বসানোর।
যে আমায় কোন শর্ত ছাড়া
তার জিবনের ৮টি বছর,
দিল আমায় উজাড় করে।
এই সময় টাতে
তাকে আমি করেছি,
অনেক আঘাত, তবুও কমেনি ভালবাসাটা।
এই সেই নারী,
যে আমার জন্য করেছে যুদ্ধ।
তার বাবা-মা পরিবারের সাথে,
তবুও কখনো আমাকে করেনি ছোট।
কিন্তু আমি তাকে করেছি।
কিন্তু ভালবাসাটা কমেনি।
নিজেকে হারিছে অনেক বার,
আবার খুজেও পেয়েছি।
এই সেই নারী,
যাকে আমি মন উজাড় করে ভালবাসি,
তাকে অনেক বেশি ভালবাসি।
তাকে ভালবেসে,
কবিতাতে নিজেকে হারিয়েছি।
ভালবাসাটা প্রতিদিন পেয়েছে নতুন মাত্রা।
আজ এসেছে সময়,
তাকে তার পূর্ণ মর্যাদাতে
আপন করে আমার আপন ভুবনে আনার।
তাকে তার পাপ্য
সম্মানের স্থানে বসানোর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৩/০২/২০১৮ঠিক গুছানো লেখার মত লাগেনি।আরও গুছানো লেখা অবশ্যই আশা করা যায়।ভাল লিখবেন এই প্রত্যাশা।
-
মো : আবুল হোসেন ০৯/০২/২০১৮সুন্দর। শেষ স্তবকে মর্যাদা বানানটা খেয়াল করুন কবি।
-
একনিষ্ঠ অনুগত ০৯/০২/২০১৮অবাধ্য হওয়া ভালো নয় যদিও।
সব ভালো তার শেষ ভালো যার। -
সাঁঝের তারা ০৯/০২/২০১৮বেশ ভাল