বাবা
বাবা সেই মানুষ,
যে নিজে খেটে,
আমাদের মানুষ করেন।
বাবা সেই মানুষ,
যে কিনা রোঁদে,
ছায়া হয়ে ছায়া দিয়ে যান।
বাবা সেই মানুষ,
যে ঝড় বর্ষাতে,
ছাতা হয়ে রক্ষা করেন।
বাবা সেই মানুষ,
যে শত বিপদে,
করেনা পর সন্তানকে।
বাবা সেই মানুষ,
সেই বট- গাছ
,
যার ডালে সারাটি জীবন,
ঝুলে কাঁটালেও উফফ করেনা।
বাবা সেই মানুষ,
যে কিনা নিজে না খেয়ে,
সন্তানের সকল আশা পূর্ণ করতে ব্যস্ত।
বাবা সেই মানুষ,
যে কিনা,
পুরো দুনিয়ার কাছে খারাফ হয়েও,
সন্তানের কাছে সর্বশ্রেষ্ঠ
বাবা হতে চায়।
বাবা সেই মানুষ..............
যে নিজে খেটে,
আমাদের মানুষ করেন।
বাবা সেই মানুষ,
যে কিনা রোঁদে,
ছায়া হয়ে ছায়া দিয়ে যান।
বাবা সেই মানুষ,
যে ঝড় বর্ষাতে,
ছাতা হয়ে রক্ষা করেন।
বাবা সেই মানুষ,
যে শত বিপদে,
করেনা পর সন্তানকে।
বাবা সেই মানুষ,
সেই বট- গাছ
,
যার ডালে সারাটি জীবন,
ঝুলে কাঁটালেও উফফ করেনা।
বাবা সেই মানুষ,
যে কিনা নিজে না খেয়ে,
সন্তানের সকল আশা পূর্ণ করতে ব্যস্ত।
বাবা সেই মানুষ,
যে কিনা,
পুরো দুনিয়ার কাছে খারাফ হয়েও,
সন্তানের কাছে সর্বশ্রেষ্ঠ
বাবা হতে চায়।
বাবা সেই মানুষ..............
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কাজী জুবেরী মোস্তাক ০৮/০২/২০১৮ঠিক বলেছেন
-
আলম সারওয়ার ০৮/০২/২০১৮Right
-
একনিষ্ঠ অনুগত ০৮/০২/২০১৮বাবা এমনই হয়।।
-
রেজাউল আবেদীন ০৭/০২/২০১৮বাবাকে নিয়ে লেখা তাই দেখে অনেক ভাল লাগল আমার।
-
গোলাম মুস্তাফা ০৭/০২/২০১৮খুব ভাল
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৭/০২/২০১৮সুন্দর! আমন্ত্রণ আমার পাতায়।
-
সাঁঝের তারা ০৭/০২/২০১৮খুব ভালো