www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমাদের গাঁ

- T s J
পুরাতন দিনের ছবি গুলো ভেঁসে উঠে মননে
নতুন আয়োজনে-আজিকার দিনে,
দীঘির ঐ পাড়ে পুরানো বট তলে আমাদের গাঁ'য়ে,
পাশ দিয়ে ছোট নদী টা চলে গেছে
মিশেছে গিয়ে সিন্ধু জলে,
পাকা ধান আর শুকনো খড়ের সুগন্ধে
মাতাল হাওয়া-ঘ্রাণে পাগল অগ্রাহন,
ভোরের আলো-ফুঁটে উঠিলে
সাথে জেগে উঠে কিষাণ,
শিশির ভেজা ঘাঁসে কুমারীর সফেদ পা'য়ের ছুয়া-
নুপুরের ঝংকারে উড়ে যায় শালিকেরা,
পাপিয়ার ধ্বনি শুনা যায় দীঘির ঘাটে,
কুমারীরা বুঝি নাইছে দীঘির অঁজন জলে,
পদ্ম-শাপলার নীচে মীনের খেলা-
ডানা ঝাপটিয়ে শিকারে ব্যস্ত ভুখা মাছরাঙা,
কদম গাছের নীচে বড়শি হাতে ব্যস্ত বৃদ্ধ মা,
শুনেছি ঐ দীঘি টা হাজার বছরের আগে দিয়েছিলো কোন এক রাজা।

এখন প্রাত:কাল-রোদের মিঠে আলোয় পৃথিবীটা সিঁদুরের মতো লাল,পথপ্রান্তরে জেগে আছে শৈশব-
যৌবনের সেকাল-শিকলে বন্দি স্মৃতির পাল,
হৈ চৈ পরেছে উৎসবের আহ্বান,মোড়লের বাড়িতে
বসিবে জারী গান,ফসলি জমি থেকে ভেঁসে আসছে
ধানের মিষ্টি ঘ্রাণ,
খড়,ক্ষুদ-শষ্যে ভরা উঠান,
আমাদের এই গাঁ'য়ে -আজিকার দিনে
ক্ষেতে ভরা ফসল-পাকা ধানের মৌ মৌ গন্ধে আহ্লাদের অবসাদে ভরে উঠে মন,
চারি দিকে-চেয়ে দেখি
সোনার থালায় রোপার মতো ধান,দেখে
ক্ষুধা মিটে যায়-পাখির তানে সিন্ধ কান,
ধান ভাংঙ্গা কুমারীর শরীর হতে ভেঁসে আসে ঘামের ঘ্রান।

চারি দিক এখন দুপুরে রোদ-দিপ্ত রোদের তেজে
পুড়ে গেছে ক্লান্ত কৃষাণের মুখ,বাতেসে ভেঁসে আসে
ফসলের ঘ্রান,কাজের ভাঁড়ে হয়ে আছে কুমারীর বদন ম্লান,
জল নেবে,ধান তুলবে
ভরিবে খড়-খুটে গোয়াল,
এপাড়া-ঐপাড়া ব্যস্ত দিনমান
আমাদের ঐ গাঁ'য়ে কেহ করো সাথে করে না মান,
করেনা হিংসা নেই অভিমান,
আমাদের কাটে ব্যস্ত সময়-নেই অবসরের গান।

চারি দিকে এখন বিকাল-
পশ্চিমা আকাশে সুযর্্যটা নববধুর গালের মতো লাল,
মাঠ হতে ঘর মুখি ধবলের পাল,রাখাল ছেলেটা ধরেছে ভাটিয়ালি গান,
বুড়ারা মাটিতে শুয়ে নিয়েছে মাটির ঘ্রান,
সোনালী রোদ্রের দু্যতি-
মনে হয় শিশুর নরম গাল,
আমার ঐ গাঁ'য়ে এমন বিকেলে-
জেলেরা নেমেছে জলে
মাছ ধরিবার নতুন চাল,
পাড়াগাঁ'য়ে আজ লেগেছে নতুনের আহ্বান,
সাঁজের বেলা সেঁজেছে কুমারীরা গাহিছে
সন্ধার গান।

রাত নেমে আসে-গাঁয়ের মেঠো পথ,ঘাঠে,মাঠে
চাঁদ জেগে উঠে,জোৎস্নার আলোয় দিঘীর জলে
শাপলা হাঁসে,বাগিচা আর বাঁশ বনে জোনাকির
মেলা,যুবকেরা আঙিনায় বসিয়েছে বাহান্ন পাতার
খেলা,
ছোটরা উঠনে মগ্ন পাঠে-
গৃহিনীরা ব্যস্ত রন্ধনে,
বাসনপত্র মাজার ঘরে-হতে
মিষ্টি সু-ঘ্রান বাতাসে ভেঁসে লাগে নাকে,
পেঁচা টা নিমের ডালে রাত জাগে
সাথে নববধুরা মেতে উঠে সুখের অভিসারে,
যুগলেরা বাতায়নের ফাঁকে চুপিসারে কথাবলে কানে কানে,
আমাদের গাঁ'য়ে -
রাতের ঘুম ভাংঙ্গে পাখির ডাকে।।
শেষ
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৭/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শরিফুল ইসলাম (1990) ০১/০৮/২০১৫
    ধন্যবাদ
  • কবিতাটি সূদীর্ঘ। সুন্দর!!! শুভেচ্ছা রইলো অনেক অনেক।
  • দারুন হয়েছে কবিতাটি। রুপ রস এ ভরা একবারে মাটির মহোনীয় গন্ধ। পরিপূর্ণ পরিশুদ্ধ গ্রামের প্রতিচ্ছবি।
  • কিশোর কারুণিক ২৪/০৭/২০১৫
    ।বেশ
 
Quantcast