জীবন যে গোলাপ নয়(ছোট কবিতা)
জীবন যে গোলাপ নয়,নহে এ জীবন
রজনীগন্ধা,জবা ফুলের মতো,
মানুষ হয়ে জন্মেছি মাগো,
এখানে জীবন ট্রেনের মতো
এই নিখিল সৃষ্টি একটা রনক্ষেত্র,
কাপনের অভাবে ভাই ভাইয়ে যুদ্ধে লিপ্ত,
আর সমুদ্রে জলের বদলে রক্ত।।
রজনীগন্ধা,জবা ফুলের মতো,
মানুষ হয়ে জন্মেছি মাগো,
এখানে জীবন ট্রেনের মতো
এই নিখিল সৃষ্টি একটা রনক্ষেত্র,
কাপনের অভাবে ভাই ভাইয়ে যুদ্ধে লিপ্ত,
আর সমুদ্রে জলের বদলে রক্ত।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ১১/০৭/২০১৫
-
জহরলাল মজুমদার ১০/০৭/২০১৫বেশ লাগল
ক্ষনিকের ।মানুষের সুগন্ধ এবং র্দুগন্ধ চিরদিন মনে রাখার।