তুমি জানবে না
তুমি জানবে না,কখনো জানতে পারবে না
তোমার অন্তরে,বসবাস আমার একান্ত,
অথচ.....
ভালোলাগা,ভালোবাসা,প্রেম,প্রনয়ের প্রলয়,
মহাপ্লাবনে ভাসাছে হৃদয়, আমার বিচরণ
অন্তত....
তোমার হৃদয়ের প্রান্তে সমাগম।
কোকিল জানে কি? কেন সে গান গায়,
কার আগমনী বার্তা জানান দিয়ে যায়
শীতের শেষে,
প্রকৃতি জানে কি? বসন্ত কেন আসে
কেনই বা সে সাজে সৃজন রূপে,
অথচ....
সময় জানিয়ে দেয়
আজ তার আগমন কাল সে বিদায় নিবে।
তদরূপ তুমি জানবে না,কখনো জানতে পারবে না
অথচ....
কালের পরিক্রমায় সময়ের পালা বদলে,
তোমার অজ্ঞাতে
আমার গমনের পশ্চাতে,তোমার পুন:স্মরণে
তুমি অহরহ বিচ্ছেদ অনলে জ্বলিবে,
সাংসারিক জীবনে
মানুষের মহৎ কর্ম ভেঁসে উঠে জাগতিক নিয়মে।
তোমার অন্তরে,বসবাস আমার একান্ত,
অথচ.....
ভালোলাগা,ভালোবাসা,প্রেম,প্রনয়ের প্রলয়,
মহাপ্লাবনে ভাসাছে হৃদয়, আমার বিচরণ
অন্তত....
তোমার হৃদয়ের প্রান্তে সমাগম।
কোকিল জানে কি? কেন সে গান গায়,
কার আগমনী বার্তা জানান দিয়ে যায়
শীতের শেষে,
প্রকৃতি জানে কি? বসন্ত কেন আসে
কেনই বা সে সাজে সৃজন রূপে,
অথচ....
সময় জানিয়ে দেয়
আজ তার আগমন কাল সে বিদায় নিবে।
তদরূপ তুমি জানবে না,কখনো জানতে পারবে না
অথচ....
কালের পরিক্রমায় সময়ের পালা বদলে,
তোমার অজ্ঞাতে
আমার গমনের পশ্চাতে,তোমার পুন:স্মরণে
তুমি অহরহ বিচ্ছেদ অনলে জ্বলিবে,
সাংসারিক জীবনে
মানুষের মহৎ কর্ম ভেঁসে উঠে জাগতিক নিয়মে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম. আশিকুর রহমান ০৯/০৭/২০১৫দুর্দান্ত লিখনী।
-
মোবারক হোসেন ০৭/০৭/২০১৫তার মধ্যে ভালবাসার গাছ যখন বপন করেছেন,তখন
কিছু একটা হলেও আশা থাকে, ফুলটা না পেলেও ফুলের
সুগন্ধটা তো পাবেন।ধন্যবাদ। -
কিশোর কারুণিক ০৭/০৭/২০১৫ভাল
-
জহরলাল মজুমদার ০৭/০৭/২০১৫বেশ সুন্দর