www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি জানবে না

- T s J
তুমি জানবে না,কখনো জানতে পারবে না
তোমার অন্তরে,বসবাস আমার একান্ত,
অথচ.....
ভালোলাগা,ভালোবাসা,প্রেম,প্রনয়ের প্রলয়,
মহাপ্লাবনে ভাসাছে হৃদয়, আমার বিচরণ
অন্তত....
তোমার হৃদয়ের প্রান্তে সমাগম।

কোকিল জানে কি? কেন সে গান গায়,
কার আগমনী বার্তা জানান দিয়ে যায়
শীতের শেষে,
প্রকৃতি জানে কি? বসন্ত কেন আসে
কেনই বা সে সাজে সৃজন রূপে,
অথচ....
সময় জানিয়ে দেয়
আজ তার আগমন কাল সে বিদায় নিবে।

তদরূপ তুমি জানবে না,কখনো জানতে পারবে না
অথচ....
কালের পরিক্রমায় সময়ের পালা বদলে,
তোমার অজ্ঞাতে
আমার গমনের পশ্চাতে,তোমার পুন:স্মরণে
তুমি অহরহ বিচ্ছেদ অনলে জ্বলিবে,
সাংসারিক জীবনে
মানুষের মহৎ কর্ম ভেঁসে উঠে জাগতিক নিয়মে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৭/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast