তখন হবে ছাপাখানায় মুদ্রিত
একদিন দুরে অনেক দুরে
তোমার দৃষ্টির অন্তরালে
কোথাও চলে যাব,
কোন পাহারের গুহায় অথবা
গহীন জঙ্গলের বৃক্ষ তলায়
আমি আশ্রম গড়ব ।।
আমারই আশ্রম সংলগ্ন
আছে যত তরু,লতা
আমি কবি জীবনান্দের মতো ভালবাসব,
মাঝে মধ্যে তোমার ধ্যানে হবো মগ্ন
আর সহস্র ছন্দে ...
কবিতা লিখব।।
এভাবে হবে অতিবাহিত
যুগের পর যুগান্তর
একদিন বিদায়ের ডাক এসে যাবে আমারও,
আমি চলে যাবো
আমার কবিতা গুলা
তখন হবে ছাপাখানায় মুদ্রিত।।
তোমার দৃষ্টির অন্তরালে
কোথাও চলে যাব,
কোন পাহারের গুহায় অথবা
গহীন জঙ্গলের বৃক্ষ তলায়
আমি আশ্রম গড়ব ।।
আমারই আশ্রম সংলগ্ন
আছে যত তরু,লতা
আমি কবি জীবনান্দের মতো ভালবাসব,
মাঝে মধ্যে তোমার ধ্যানে হবো মগ্ন
আর সহস্র ছন্দে ...
কবিতা লিখব।।
এভাবে হবে অতিবাহিত
যুগের পর যুগান্তর
একদিন বিদায়ের ডাক এসে যাবে আমারও,
আমি চলে যাবো
আমার কবিতা গুলা
তখন হবে ছাপাখানায় মুদ্রিত।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহাদাত হোসেন রাতুল ০৮/০৭/২০১৫valo laglo lekha !!
-
আব্দুল মান্নান মল্লিক ০৬/০৭/২০১৫দারুণ কবিতা
-
সাইদুর রহমান ০৬/০৭/২০১৫ভালো লাগলো।
-
কিশোর কারুণিক ০৬/০৭/২০১৫বেশ
-
অভিষেক মিত্র ০৫/০৭/২০১৫লেখা বেশ ভালো লাগল।
একটা প্রশ্ন করছি। আমি একটা লেখা দিয়েছি ৩ তারিখে, সেটা এখনও প্রকাশ হয় নি। এটা আমার প্রথম লেখা। কি করব বলতে পারেন? আপানাকে জিজ্ঞেস করলাম, কারন আপনি এখানের নিয়মিত সদস্য। ধন্যবাদ।