মুখ ফুটে কি যেন বলতে চেয়েছিল
চোখের ইশারায় ভালোবাসা জানাতে চেয়েছিল
মুখ ফুটে কি যেন বলতে চেয়েছিল,
বলা হল না,নিরবে সে দাঁড়িয়ে থেকেছিল,
লজ্জায় তার মুখ খানি রাঙা হয়েছিল
সে চলে গিয়ে ছিল, হাত উঁচিয়ে বিদায় জানিয়েছিল।।
তার গমনে অন্তরে বিষাদে ঊর্মি বহেছিল,
প্রেমের বসন্তদ্রুত দুর গগনে উড়ে,দুর কাননে নিশ্চুপ বসে ছিল,তপ্ত রোদে এক পলাশ বৃষ্টির আশায় মন পাখি চাতকের মত তৃষিত ছিল,তার চলে যাওয়ায় পাতা ঝরা জরুলের মত স্বপ্ন গুলো ঝরে পরেছিলো।
জানি, সে বেলা তার চোখে ভঙ্গপোসাগর ছিলো
সে কাঁচের মত ভেঙ্গে টুকুর টুকুর হয়েছিল,
বুকের ভালোবাসা সলিল সমাধি দিয়েছিল,
তার মনের ফাগুনে আগুন লেগেছিল,
সে অহরহ পুড়িয়েছিল।।
অথচ,ও দুরে দাঁড়িয়ে থাকা বিদুৎতের খুঁটির মতো,
আমি দাঁড়িয়েছিলাম দু দন্ড।
মুখ ফুটে কি যেন বলতে চেয়েছিল,
বলা হল না,নিরবে সে দাঁড়িয়ে থেকেছিল,
লজ্জায় তার মুখ খানি রাঙা হয়েছিল
সে চলে গিয়ে ছিল, হাত উঁচিয়ে বিদায় জানিয়েছিল।।
তার গমনে অন্তরে বিষাদে ঊর্মি বহেছিল,
প্রেমের বসন্তদ্রুত দুর গগনে উড়ে,দুর কাননে নিশ্চুপ বসে ছিল,তপ্ত রোদে এক পলাশ বৃষ্টির আশায় মন পাখি চাতকের মত তৃষিত ছিল,তার চলে যাওয়ায় পাতা ঝরা জরুলের মত স্বপ্ন গুলো ঝরে পরেছিলো।
জানি, সে বেলা তার চোখে ভঙ্গপোসাগর ছিলো
সে কাঁচের মত ভেঙ্গে টুকুর টুকুর হয়েছিল,
বুকের ভালোবাসা সলিল সমাধি দিয়েছিল,
তার মনের ফাগুনে আগুন লেগেছিল,
সে অহরহ পুড়িয়েছিল।।
অথচ,ও দুরে দাঁড়িয়ে থাকা বিদুৎতের খুঁটির মতো,
আমি দাঁড়িয়েছিলাম দু দন্ড।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ০৩/০৭/২০১৫ভালো লাগলো।
-
জহরলাল মজুমদার ২৯/০৬/২০১৫ভাল