আমি হয়েছি তোমারই দেবদাস
আমি হতে পারিনি তোমারই মজনু প্রিয়া
ক্ষমা করিও, করিও বিলাপ....,
দিও না প্রিয়তমা অভিশাপ
আমি হয়েছি তোমারই দেবদাস,
আমারই অন্তরে প্রিয়া যন্ত্রণার বসবাস,
ছলনার প্রেমে হয়েছি উদাস,
সহিঞ্ছুত অন্তরে প্রশান্তির অবিলাশ
শ্বাসত সিরাজ,শাহাজান,ফরহাদের ইতিহাস,
জানি প্রিয়া সেলিম আনার কলির আত্মত্যাগ, আর
ইউছুফ(আ:),জুলেখার প্রেম প্রয়াস,
আমি হয়েছি তোমারই দেবদাস
না পাওয়ার ব্যাথায় থেকেছি নির্বাক।।
কত রাজাদিরাজ না পেয়ে প্রেমের কবিলাস
ছেড়েছে সিংহাসন গিয়েছেন বনবাস,
ভাগ্য কি যে ,জীবনের নির্মম পরিহাস,
লিখেছেন বিধাতা ললাটের সেনানিবাস,
আমি হতে পারিনি তোমারই মজনু প্রিয়া
আমি হয়েছি তোমারই দেবদাস।।
ক্ষমা করিও, করিও বিলাপ....,
দিও না প্রিয়তমা অভিশাপ
আমি হয়েছি তোমারই দেবদাস,
আমারই অন্তরে প্রিয়া যন্ত্রণার বসবাস,
ছলনার প্রেমে হয়েছি উদাস,
সহিঞ্ছুত অন্তরে প্রশান্তির অবিলাশ
শ্বাসত সিরাজ,শাহাজান,ফরহাদের ইতিহাস,
জানি প্রিয়া সেলিম আনার কলির আত্মত্যাগ, আর
ইউছুফ(আ:),জুলেখার প্রেম প্রয়াস,
আমি হয়েছি তোমারই দেবদাস
না পাওয়ার ব্যাথায় থেকেছি নির্বাক।।
কত রাজাদিরাজ না পেয়ে প্রেমের কবিলাস
ছেড়েছে সিংহাসন গিয়েছেন বনবাস,
ভাগ্য কি যে ,জীবনের নির্মম পরিহাস,
লিখেছেন বিধাতা ললাটের সেনানিবাস,
আমি হতে পারিনি তোমারই মজনু প্রিয়া
আমি হয়েছি তোমারই দেবদাস।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ২৬/০৬/২০১৫দেবদাসের জন্য মায়া আবার জাগ্রত হল।ধন্যবাদ।
-
অ ২৬/০৬/২০১৫সুন্দর হয়েছে ।