www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মরণ তোমার আরেক নাম মৃতু্য

- T s J
আমি তোমার নাম শুনেছি,কখনো দেখিনি তোমায়,
তুমি আসবে কোন একদিন হঠাৎ উকিল নোটিস ছাড়াই,
তোমার আসা যাওয়া,নিয়ে যেতে আমাকে,
যেখানে যে কেউ গেলে আর কখনো ফিরে আসে না,
আমি চলে যাব সে অন্ধকার পৃথিবীতে,
আমার বড্ড ভয় হয়, আর হয়তো দেখা হবে না দু নয়ন ভরে অপরূপ ধরণীর নির্মল সুভা,
তবু ও এ সত্যের নির্মমতা মেনে নিতে দ্বিধা নেই,
মিথ্যার আবরণে গর্ব করে লাভ নেই,
আমাকে দিতে হবে এক দুর্গম অজানা অচেনা গিরি পথ পাড়ি।।

আমার আছে সুন্দর অট্রালিকা,আছে সমাজে বড় বেশি নাম দাম,আছে দামী গাড়ি,বহু রাণী,
আছে আমার আমিত্বে গরিমা আর বড়াই, ..আর ও কত কি,
জানি সেখানে গেলে কিছুই রবে না,আমি ছুয়ে দেখতে পারবো না একটি বনলতা,
কুয়াশায় ঢাকা ভোরে হবে না হাঁটা,দেখা হবে না ঘাঁসের ডগায় মুক্তার দানা,
এমন কি মুখ দিয়ে কোন কথাই বের হবে না।।

আজ আমি পশ্চাত ফিরে দেখি, কৃতকর্মের খাতা খুলি,
জীবনের হিসাবে যোজন বিয়োজন করি,আপনা আপনি আঁখিদ্ধয়ে ভেঁসে উঠে অজস্র স্মৃতি,
অনেক কিছু রেখে যাব বাকী ,ব্যর্থতার গ্লানি,
পৃথিবীর এই কারাবাসে তোমার আগমনে আমার হবে মুক্তি,তোমার নাম শুনেছি,কখনো তোমায় দেখিনি,
মরণ তোমার আরেক নাম মৃতু্য জানি।।

সময়-ভোর ০৩:৩৬
২৪/০৬/২০১৫ইং,ফ্রান্স,পেরিস।
কবি,সাংবাদিক,ব্লগার
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৬/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast