www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পরিচিতা

- T s J
পরিচিতা,এই গভীর রাত্রে,জোৎস্নার আলোতে,
পরিচিতা বসে আছি নদীর পাড়ে ,ভাবনার মাঝে ডুব দিয়েছি,কিছু পাওয়ার লোভে,ঘুম জড়ানো চোখে,হঠাৎ অশুভ পেঁচাটার ডাকে,চোখ তুলে তাকাইয়া দেখি,শুকনো নদীর তীরে,চিকমিক বালুকার বুকে,ভাঙ্গনের স্মৃতি ভেঁসে উঠে,
যেখানে বসতি ছিল কিছু দিন পুর্বে ।।

পরিচিতা,আসিছে বসন্ত নব আঙ্গিকে,বাগানে বাগানে ফুটিলো ফুল মধুকর করিছে গুঞ্জন,তুমি চলে গেলে, তোমার চলে যাওয়ার পদভারে,মরিল গাছ শুকালো ডাঁটা,ফুল গুলো ঝরিলো অকালে,যেন আজ মনে হয়
ফাগুনে পাতা ঝরা দিনে,ভাঙে মন পল্লব মর্মরে,
যেখানে ফুল ফুটার স্বপ্ন ছিল বসন্তে।।

পরিচিতা,ফাগুন আসিছে পবনের বেগ দক্ষিনে,তোমার বাড়ি ঠিকানাটা ঐ উত্তরে,পাল ছিঁড়ে তরী চলে অজানার পথে বিরহ স্রোতের টানে,হাজারও স্মৃতি ভেঁসে উঠে, নগ্ন মনে ,হাসে তা দেখে নিশীথিনির বুক ছিঁড়ে কৌমুদী হাসে।।

পরিচিতা,মন বালকা আমার ভর করে শুভ্র পাখায়,
দুরে বহুদুর উড়ে যায়,যেখান-যেথায় তোমার আমার কথা হত,প্রেম হত, প্রনয় হত, অতপর:আজ পিপশায় কতর,চৈত্রের তাপ প্রখর ,চেয়ে আছি গগনে দিকে তৃষিত চাতকের মত,
যেখানে কোন একদি বর্ষা কিংবা শ্রাবণ ছিল।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৬/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জে এস সাব্বির ২২/০৬/২০১৫
    অসাধারণ চিন্তা চেতনা ময় কবিতা । গ্রেট জব কবি ।ওয়েল ডান
  • মোবারক হোসেন ২১/০৬/২০১৫
    very very nice.
 
Quantcast