ফ্রেম
"সেই দিন গুলা হয়েছে গত
স্মৃতি গুলা এখন মনের ফ্রেমে রক্ষিত"
নিভৃতে জমেছিল বুকের মাঝে
মায়া, মমতা আর স্বপ্ন,
মনের বাগানে উত্তর-দক্ষিন,পূর্ব-পশ্চিমে
গোলাপের সৌরভে ভরপুর ছিল,
শিরা-উপশিরার রক্ত
স্রোতের কলতানে মুখরিত ছিল।।
"সেই দিন গুলা হয়েছে গত
স্মৃতি গুলা এখন মনের ফ্রেমে রক্ষিত"
তখন তোমার অন্তর ছিল সুখাচ্ছন
তোমার কামনা-বাসনা ছিল অনন্ত,
রাশি রাশি প্রেম জল বয়েছিল
তোমার মনের ঝিলে ঝর্ণার মত,
তুমি সাঁতার দিয়েছ অবিরত
সাথে আমায় রেখেছ আর উষ্ঠে প্রেমর গান ধরেছ।।
সেতো হয়েছে গত....
তখন ছিল কিছু দিন-ক্ষণ ছিল
আমার ভালবাসা সুভাশিত ,
ছিল আমার মর্ম
সদ্য ফুটা গোলাপের মত।।
স্মৃতি গুলা এখন মনের ফ্রেমে রক্ষিত"
নিভৃতে জমেছিল বুকের মাঝে
মায়া, মমতা আর স্বপ্ন,
মনের বাগানে উত্তর-দক্ষিন,পূর্ব-পশ্চিমে
গোলাপের সৌরভে ভরপুর ছিল,
শিরা-উপশিরার রক্ত
স্রোতের কলতানে মুখরিত ছিল।।
"সেই দিন গুলা হয়েছে গত
স্মৃতি গুলা এখন মনের ফ্রেমে রক্ষিত"
তখন তোমার অন্তর ছিল সুখাচ্ছন
তোমার কামনা-বাসনা ছিল অনন্ত,
রাশি রাশি প্রেম জল বয়েছিল
তোমার মনের ঝিলে ঝর্ণার মত,
তুমি সাঁতার দিয়েছ অবিরত
সাথে আমায় রেখেছ আর উষ্ঠে প্রেমর গান ধরেছ।।
সেতো হয়েছে গত....
তখন ছিল কিছু দিন-ক্ষণ ছিল
আমার ভালবাসা সুভাশিত ,
ছিল আমার মর্ম
সদ্য ফুটা গোলাপের মত।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহাদাত হোসেন রাতুল ১৭/০৬/২০১৫valo laglo besh !!
-
নিরঝরা ১৬/০৬/২০১৫স্মৃতি টুকু থাক. দারুন
-
স্বাতী ভট্টাচার্য্য ১৬/০৬/২০১৫সমৃতি সতত দুঃখের
-
মোবারক হোসেন ১৬/০৬/২০১৫অতীত এক কাব্যিক রস,নাড়া চাড়া করলেই
বাইরে বেরিয়ে আসে।