স্মৃতি
আমি বাতায়ন খুলে
চেয়ে আছি তোমার আগমনের পথের দিকে,
যে পথে প্রতিদিন তোমাকে
আসিতে দেখেছি কলেজে,
তোমার পায়ের ধুলা আজও
আছে ছড়িয়ে-ছিটিয়ে এখান সেখানে।।
এইতো সেই গাছ রাস্তার পাশে দাঁড়িয়ে
যেখানে বিদায় দিতাম তোমাকে প্রত্যহ দুপুরে
কলেজ ছুটির শেষে,
এখনো সেই গাছ আছে মাথা উঁচু করে
শুধু তুমি নেই চলে গেছ দুরে
স্মৃতি গুলা রয়ে গেছে সজিব মনের গভীরে।।
বহু মাসের পুরানো সেই দিন
আর কি আসিবে ফিরে নব আঙিকে
স্মৃতি গুলা ভেঁসে উঠে তিমির কুন্ডলা পাকিয়ে
জীবনের পদে পদে।।
চেয়ে আছি তোমার আগমনের পথের দিকে,
যে পথে প্রতিদিন তোমাকে
আসিতে দেখেছি কলেজে,
তোমার পায়ের ধুলা আজও
আছে ছড়িয়ে-ছিটিয়ে এখান সেখানে।।
এইতো সেই গাছ রাস্তার পাশে দাঁড়িয়ে
যেখানে বিদায় দিতাম তোমাকে প্রত্যহ দুপুরে
কলেজ ছুটির শেষে,
এখনো সেই গাছ আছে মাথা উঁচু করে
শুধু তুমি নেই চলে গেছ দুরে
স্মৃতি গুলা রয়ে গেছে সজিব মনের গভীরে।।
বহু মাসের পুরানো সেই দিন
আর কি আসিবে ফিরে নব আঙিকে
স্মৃতি গুলা ভেঁসে উঠে তিমির কুন্ডলা পাকিয়ে
জীবনের পদে পদে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নিরঝরা ২২/০৬/২০১৫স্মৃতি বড়ই মধুর
-
স্বাতী ভট্টাচার্য্য ১৬/০৬/২০১৫ভালো লাগল